কোভিড ১৯ এর কারণে বিশ্বজুড়ে চলছে লকডাউন। বন্ধ হয়ে গেছে বিমান চলাচল। বিশ্বের বিভিন্ন দেশ তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।বেশ কিছু সংখ্যক অস্ট্রেলিয়ান বাংলাদেশী এবং অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট বাংলাদেশে গিয়ে আটক পড়েছেন।অস্ট্রেলিয়ান হাইকমিশন ঢাকা এবং অন্যানো কিছু সংগঠনের এর তৎপরতায় অবশেষে আটক পড়া বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের একটি গ্রূপ অস্ট্রেলিয়ান হাইকমিশনের বিশেষ ব্যাবস্থায় মেলবোর্ন এসে পৌঁছেছেন। সেখানে তারা সরকারের তত্বাবধানে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে এখন যে যার গন্তব্যে চলে যাচ্ছেন। এস বি এস বাংলার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন মনজু জামান যিনি ওই দলের সঙ্গে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া এসেছেন। মনজু জামানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।