নিউক্লিয়ার সাবমেরিনের বর্জ্য ফেলার স্থান এখনও নির্ধারিত হয় নি

RICHARD MARLES AUKUS ADELAIDE

A supplied image obtained on Wednesday, March 15, 2023, of Acting Prime Minister, Richard Marles during a press conference at the Osborne Naval Shipyard in Adelaide. (AAP Image/Supplied) NO ARCHIVING, EDITORIAL USE ONLY Source: Supplied / SUPPLIED/PR IMAGE

অকাস সাবমেরিন চুক্তির অংশ হিসেবে অস্ট্রেলিয়াকে নির্ধারণ করতে হবে এগুলোর ব্যবহার শেষ হয়ে যাওয়ার পরে নিউক্লিয়ার বর্জ্য কোথায় সংরক্ষণ করা হবে। ফেডারাল সরকার স্বীকার করেছে যে, সাবমেরিনের লাইফ-সাইকেলের সবচেয়ে জটিল অংশ এটি। উচ্চ পর্যায়ের এসব রেডিও অ্যাক্টিভ বর্জ্য কোথায় ফেলা হবে সেটা নিয়ে এখন নানা প্রশ্ন উঠছে।


নিউক্লিয়ার শক্তি-চালিত সাবমেরিন কেনার অভিপ্রায় ঘোষণার পাশাপাশি অস্ট্রেলীয় সরকারকে অবশ্যই পরিকল্পনা করতে হবে যে, নতুন সাবমেরিন-বহরের বিষাক্ত বর্জ্য তারা কোথায় সংরক্ষণ করবে।

সাবেক ইনডিপেন্ডেন্ট সাউথ অস্ট্রেলিয়ান সেনেটর এবং সাবমেরিনার রেক্স প্যাট্রিক বলেন, অকাস চুক্তির এই অংশগুলি নিয়ে অস্ট্রেলিয়ার জনগণের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।

এসবিএস এর পক্ষ থেকে ডিফেন্স মিনিস্টারের কাছে জানতে চাওয়া হয়, অস্ট্রেলিয়ায় সাবমেরিন রাখার সিদ্ধান্ত কখন নেওয়া হয়েছিল।
নতুন সাবমেরিন ডিকমিশনড হতে এখনও ৩০ বছর সময় লাগবে। তবে, এর জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, বলেছেন ডিফেন্স মিনিস্টার রিচার্ড মার্লস।

ফেডারাল বিরোধী দলীয় নেতা পিটার ডাটন বলেন, সাবমেরিনের বর্জ্য নিরাপদে সংরক্ষণ করার ক্ষেত্রে সরকারকে বাইপার্টিজান সমর্থন দিবে কোয়ালিশন।

সরকার বলছে, বর্জ্য ফেলার জন্য যে অবকাঠামো নির্মাণ করা হবে, সেটি করা হবে ডিফেন্স বা প্রতিরক্ষা বিভাগের নিজস্ব ভূমিতে কিংবা এজন্য প্রয়োজন হলে ভবিষ্যতে আরও ভূমি কেনা হবে।

কোনো কোনো সূত্রমতে, সাউথ অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চল উমেরাতে ১২২ হাজার বর্গ কিলোমিটারের যে ডিফেন্স বেজ আছে, এক্ষেত্রে সেটিকে কাজে লাগানো যেতে পারে।

তবে, সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার পিটার মেলানাস্কাস বলেন, যেখানে ফেলা সবচেয়ে নিরাপদ হবে এই বর্জ্য সেখানেই ফেলতে হবে।

অস্ট্রেলিয়ান নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের ড. জন হ্যারিস বলেন, হাই-লেভেল নিউক্লিয়ার বর্জ্য সংরক্ষণ করতে হবে গভীর কোনো ভৌগলিক রিপোজিটরিতে।

ডিফেন্স ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে, উপযুক্ত স্থান নির্ধারণের জন্য তারা এ বছরের শেষ নাগাদ একটি পর্যালোচনা চালাবে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ার বাটনে।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share