আপনার এলাকায় বৃক্ষ রোপণ ও সবুজায়নের গুরুত্ব

Bonding In The Garden

Father and son bonding in their garden and tending to their vegetable patch together. Credit: SolStock/Getty Images

অস্ট্রেলীয়রা যে কোনো এলাকায় সবুজায়নকে ব্যাপক গুরুত্ব দিয়ে থাকে। ব্যক্তিগত বা সমষ্টিগত পর্যায়ে এবং পরিবেশের উপর উদ্ভিদ জগতের প্রভাব ও গুরুত্ব অপরিসীম। আর এ কারণেই আমাদের বাড়ির বাগান এবং রাস্তার পাশের নেচার স্ট্রিপে কী করা যাবে এবং কী করা যাবে না, এ সম্পর্কিত স্পষ্ট নির্দেশনা রয়েছে।


একটি নতুন দেশে বসতি স্থাপন করার সময় যদিও বাগান বা কোনো এলাকার গাছপালার উপস্থিতি কত সেটা খুব একটা বিবেচ্য হয় না। তবে, সেরকমটা করা হলে সুবিধা পাওয়ার সম্ভাবনা অনেকই যে বেড়ে যায়, তা অস্বীকারের উপায় নেই।

নিজের বাড়ি হোক বা ভাড়া বাসা, আপনি যে বাড়িতেই থাকুন না কেন তার চারপাশে গাছপালা লাগানোর অনেক সুবিধা রয়েছে।

হর্টিকালচারালিস্ট জাস্টিন ক্যালভারলি বলেন, গাছপালা নিয়ে কাজ করা সবার জন্যই ভালো।
Apartment block in Sydney NSW Australia with hanging gardens and plants on exterior of the building at Sunset with lovely colourful clouds in the sky
Apartment block in Sydney, Australia with hanging gardens and plants on exterior of the building at Sunset. Source: iStockphoto / Elias/Getty Images/iStockphoto
গাছ লাগানোর উপকারিতার মধ্যে অন্যতম হচ্ছে গরমের দিনে গাছের আশেপাশে ছায়া থাকা ও শীতল আবহাওয়া পাওয়া। অন্যান্য সুবিধার একটি হচ্ছে বড় হয়ে যাওয়া উদ্ভিদ আপনার আশেপাশে বিশুদ্ধ বায়ুর উপস্থিতি নিশ্চিত করে।

আর অস্ট্রেলিয়ায় আসা অভিবাসীদের কাছে হঠাৎ করে একটা চেনা গাছ দেখার অনুভূতির ভিন্ন গুরুত্ব রয়েছে বলে জানালেন জাস্টিন ক্যালভারলি।
McElhone Place Surry Hills, Sydney
McElhone Place Surry Hills, Sydney Credit: Richard Gurney
অস্ট্রেলিয়ার শহরগুলোয় গাছপালা সংরক্ষণের জন্যে এ সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা ও নির্দিষ্ট বিধিনিষেধ প্রচলিত রয়েছে।

মার্কাস পার্ল মেলবোর্নের সিটি অব পোর্ট ফিলিপের মেয়র।

তিনি বলেন, যেহেতু বেশিরভাগ শহরের অভ্যন্তরে খোলা জায়গার পরিমাণ সীমিত, তাই সবুজায়ন আমাদের বন্যপ্রাণী, সামাজিক সুযোগ-সুবিধা এবং আমাদের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। অতএব, শহরের বাসিন্দাদের অবশ্যই তাৎপর্যপূর্ণ যে কোনো গাছ কাটার আগে কাউন্সিলের কাছ থেকে অনুমোদন নিতে হবে, এমনকি সেটি যদি ব্যক্তিগত কোনো বাগানেরও হয়ে থাকে।
Melbourne tree canopy_Mark Burban_Getty.jpg
Melbourne tree canopy Credit: Mark Burban / Getty Images
এ ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ গাছ হিসাবে সংজ্ঞায়িত করার বিষয়ে বিভিন্ন শহরে আলাদা নিয়মকানুন রয়েছে।

যারা ভাড়া বাড়িতে থাকেন তাদেরও বাড়ির বাগান ও গাছের রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। রক্ষণাবেক্ষণ মানে লনের ঘাস কাটা এবং বাগানের গাছের নিয়মিত ছাঁটাই করা।
Darlinghurst Sydney_Nina Rose_Getty.jpg
Darlinghurst, Sydney Credit: Nina Rose / EyeEm / Getty Images
সিডনিতে কর্মরত প্রপার্টি ম্যানেজার ইগি ডামিয়ানি বলেছেন, এর বাইরেও ভাড়াটেদের গাছ লাগানোর বা অপসারণের আগে অবশ্যই অনুমতি নেয়া আবশ্যক।

আর ভাড়াটেদের প্রতি ডামিয়ানির পরামর্শ হল, বাগানের যে কোনো বড় কাজের আগে অনুমতি নিয়ে বাড়িওয়ালার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।

আপনার যদি নিজের বাগান করার জায়গা না থাকে তবে বাড়ির কাছাকাছি পাবলিক স্পেস বা কাউন্সিলের অধীনের স্থানগুলি ব্যবহার করা যেতে পারে। পোর্ট ফিলিপ শহরের বাসিন্দারা এমনই একটি উদ্যোগ চালাচ্ছেন।

কাউন্সিলর পার্ল বলেন, অন্য অনেক শহরের মতোই, পোর্ট ফিলিপেরও খোলা জায়গার পরিমাণ সীমিত। তাতেই স্থানীয়রা আগ্রহী হয়ে ফল ও সবজি চাষ করা শুরু করে।
Potted gardens_Adene Sanchez_Getty.jpg
"For migrants in Australia, there’s just something about seeing a familiar plant out of context", says horticulturalist Justin Calverley Credit: Adene Sanchez / Getty Images
যে সকল জনসাধারণ পাবলিক প্লেসগুলিতে গাছপালা রোপণে অধিক উৎসাহী, তাঁদের কাছ থেকে সে বিষয়ক বিধিনিষেধ সরিয়ে ফেলার জন্যে প্রচুর প্রতিক্রিয়া গিয়েছে কাউন্সিলের কাছে।

কম্যুনিটির পরামর্শ নেয়ার পরে কাউন্সিল তাদের নেচার স্ট্রিপগুলিতে বৃক্ষ রোপণের অনুমতি দেওয়ার জন্য নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর পার্ল।

যদি আপনার স্থানীয় কাউন্সিল পাবলিক স্থানগুলিতে বৃক্ষ রোপণের অনুমতি না দেয় এবং আপনার বাড়িতে সেরকম পর্যাপ্ত স্থান না থাকে, তারপরেও ভিন্ন উপায়ে বাগান করা বা গাছ রোপণ করা সম্ভব।

জাস্টিন ক্যালভারলি বলেছেন, টব বা পট ব্যবহার করে তৈরি বাগান এ ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে।

কিছু কিছু নার্সারি নেটিভ বা দেশীয় এবং ইন্ডিজেনাস বা আদিবাসী উদ্ভিদ ও বাগান উভয়ক্ষেত্রেই বিশেষজ্ঞ হয়ে থাকে।

একটি উত্পাদনশীল বাগান তৈরি করায় অগণিত সুবিধা আছে। কারণ, পুষ্টিগুণের দিক থেকে তাজা ফল ও সবজির কোনও বিকল্প নেই।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার  সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share