স্পেশাল নিডস শিশুদের নিয়ে অনেকে কথা বলতে চান না

Cover SBWN.jpeg

সিডনির ব্লাকটাউনে গত ১৯ মার্চ ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল আন্ডারস্ট্যান্ডিং স্পেশাল নিডস চিলড্রেন শীর্ষক একটি কর্মশালা। আয়োজনে ছিল সিডনি বাংলা উইমেন’স নেটওয়ার্ক। Credit: Sydney Bangla Women's Network

সিডনির ব্লাকটাউনে গত ১৯ মার্চ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে “আন্ডারস্ট্যান্ডিং স্পেশাল নিডস চিলড্রেন” শীর্ষক একটি কর্মশালা। আয়োজনে ছিল সিডনি বাংলা উইমেন’স নেটওয়ার্ক। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন এই অনুষ্ঠানটির অন্যতম আয়োজক, সংগঠনটির প্রেসিডেন্ট ড. নাহিদ সায়মা এবং ভাইস প্রেসিডেন্ট নুদরাত লোহানি।


সিডনি বাংলা উইমেন’স নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয় ২০২২ সালের জুন মাসে। সংগঠনটির প্রেসিডেন্ট ড. নাহিদ সায়মা বলেন, এটি একটি চ্যারিটেবল অর্গানাইজেশন।
ব্লাকটাউনে সম্প্রতি অনুষ্ঠিত “আন্ডারস্ট্যান্ডিং স্পেশাল নিডস চিলড্রেন” শীর্ষক কর্মশালাটি সম্পর্কে তিনি বলেন,

“আমরা কমিউনিটির সবাইকে অংশগ্রহণ করার জন্য আসলে আহ্বান করেছিলাম। আমরা চেয়েছি, যাদের স্পেশাল নিডস বাচ্চা আছে, তাদের সাথে সাথে আমরা যদি সবাইকে অ্যাওয়ারনেসটা পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের অনুষ্ঠানটা সার্থক হবে।”

এই অনুষ্ঠানে চার জন সাহসী মা তাদের স্পেশাল নিডস বাচ্চাদের গল্প শুনিয়েছেন বলে জানান ড. নাহিদ।

এই সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট নুদরাত লোহানি বলেন,

“আমার ছেলে যখন ডায়াগনোজড হলো অটিজমে, তখন যেটা আমি খেয়াল করলাম যে, অনেকে এ ব্যাপারে কোনো কথা বলতে চায় না। বিশেষত, আমাদের সাব-কালচারে এই জিনিসটা, স্টিগমা খুবই প্রচলিত। মানে কেউই এসব নিয়ে কোনো কথা বলতে চায় না। সবাই লুকিয়ে রাখতে চায়।”
WhatsApp Image 2023-03-25 at 3.53.55 PM.jpeg
“আন্ডারস্ট্যান্ডিং স্পেশাল নিডস চিলড্রেন” শীর্ষক কর্মশালায় অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান করা হয়েছিল, বলেন এই অনুষ্ঠানটির অন্যতম আয়োজক, সংগঠনটির প্রেসিডেন্ট ড. নাহিদ সায়মা। Credit: Sydney Bangla Women's Network
ড. নাহিদ সায়মা এবং নুদরাত লোহানির সাক্ষাৎকার শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share