প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ১৯২১ সালে। সে বছরের ১ জুলাই থেকে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। সে হিসেবে ২০২১ সালে এর শতবর্ষ পূর্ণ হয়ে গেছে। ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েছেন দেশে-বিদেশে, অবদান রেখে চলেছেন সমাজের নানা স্তরে।
প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্বের নানা প্রান্তে উদযাপিত হয়েছে এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি। এরই ধারাবাহিকতায়, আগামী ২১ মে ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়টির শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে ঢাবি-ফোরাম অ্যাডিলেইড।
আয়োজকদের কয়েকজন কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে। তাদের আলাপচারিতা শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: