বঙ্গবন্ধু শেখ মুজিবের তরুণ বয়সের চরিত্রে দুটি পৃথক ছবিতে অভিনয় করেছেন যে দুই সহোদর

Soumya & Dibya 2 white panjabi.jpeg

Twin brothers Soumya and Dibya shine in separate films depicting the early life of Bangladesh's iconic leader, Sheikh Mujib. Credit: Nurul Khan

বাংলাদেশের তরুণ দুই সহোদর অভিনেতা সৌম্য জ্যোতি এবং দিব্য জ্যোতি অভিনয় করেছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানের তরুণ বয়সের চরিত্রে, দুটি পৃথক ছবিতে।


সৌম্য অভিনয় করেছেন 'দুঃসাহসী খোকা' সিনেমায়, যেটি নির্মাণ করেছেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার এবং দিব্য অভিনয় করেছেন বহুল আলোচিত 'মুজিব, মেকিং অফ আ নেশন' সিনেমায়, যার নির্মাতা প্রখ্যাত ভারতীয় বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল।

দুটি ছবিই এখন অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রদর্শিত হচ্ছে।

যমজ এই দুই ভাই সৌম্য জ্যোতি এবং দিব্য জ্যোতি বাংলাদেশের নাট্যজগত তথা সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস দম্পতির সন্তান।

তারা কথা বলেছেন তাদের অভিনয় জীবন, ও অন্যান্য বিষয়ে।

এখানে প্রকাশিত হল সাক্ষাৎকারটির ১ম পর্ব। শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।
আরও শুনুন
Mujib Movie image

বঙ্গবন্ধুর জীবনী পর্দায় তুলে ধরা সহজ কাজ ছিল না

SBS Bangla

02/11/202312:42


Share