আর কদিন পর বাংলা ভাষী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পুজো। ইতিমধ্যে এই উৎসবের আমেজ শুরু হয়েছে। তবে করোনা মহামারীর এই সময়ে সেই আনন্দে কিছুটা ভাটা পড়েছে। করোনা রয়েছে ঠিকই, তা বলে কী কেউ ঠাকুর দেখতে যাবেন না? যাবেন নিশ্চয়ই। তবে একটু সতর্ক থাকা জরুরি। যদিও অনেকে বাড়ি বসেই উদযাপন করবেন দুর্গা পুজো।এই প্রবাসে প্রতিবারই জাকজমক পূর্ণ আয়োজন করা হয় দূর্গা পূজার।এবারের কি রকম আয়োজন হচ্ছে এ নিয়ে এস বি এস বাংলার সাথে কথা বলেছেন কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের বাঙালি কাউন্সিলর সুমন সাহা। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।