একটুর জন্য পারলো না বাংলাদেশ, এশিয়া কাপ ভারতের

Asia Cup 2018

India lifted Asia Cup 2018 Source: ISHARA S. KODIKARA/AFP/Getty Images

শেষ বলে জয় ছিনিয়ে নিল ভারত। এশিয়া কাপের ফাইনালে অল্পের জন্য ম্যাচ ফসকে গেল বাংলাদেশের।


শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত।

লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ ২২২ রান করে।

ভারতের ব্যাটিংয়ের প্রথমেই দু’টি উইকেট তুলে তাদেরকে চাপে ফেলে দেয় বাংলাদেশ।

তবে, শেষ রক্ষা হয় নি। ভারতের জেতার জন্য শেষ ওভারে দরকার ছিল ৬ রানের আর শেষ বলে দরকার ছিল ১ রানের। শেষ বলে লং লেগে বল বের করে ভারতের জয় নিশ্চিত করেন কেদার জাদব।

আলী হাবিবের পাঠানো ম্যাচ রিপোর্টটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share