বাঙালির প্রাণের মেলা একুশের বই মেলা

Book fair ashfield

একুশের বই মেলা Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen


Published 10 February 2020 9:33pm
By Abu Arefin
Presented by Abu Arefin
Source: SBS

Share this with family and friends


এই প্রবাসে বই মেলার উদ্যোক্তা নেহাল নেয়ামুল বারী। ১৯৯৯ সালের ২১ শে ফেব্রূয়ারীতে মিশুক প্রকাশনের ব্যানারে এসফিল্ড পার্কে প্রথম বই মেলা অনুষ্ঠিত হয়। পর পর দুই বছর মিশুক প্রকাশনের ব্যানারে অনুষ্ঠানের পর একুশে বই মেলা পরিষদের আরো কয়েক বছর এই মেলা চালায়। পরবর্তীতে একুশে একাডেমী অস্ট্রেলিয়া এই মেলাটি আয়োজনের দায়িত্ব নেয়। এশফিল্ড পার্কার আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধের পাশে প্রতি বছর আয়োজিত এই মেলা এখন বাঙালির প্রাণের মেলায় পরিণত হয়েছে। এস বি এস বাংলার সঙ্গে এই মেলার ইতিহাস নিয়ে কথা বলেছেন এই মেলার প্রতিষ্ঠাতা নেহাল নেয়ামুল বারী। সাক্ষাৎকারটি শুনতে উপরের লিঙ্কটিতে চাপ দিন


Nehal Nayemul Bari
নেহাল নেয়ামুল বারী Source: Supplied



Share