ক্লাস ছুটির পরে সন্তানকে যেভাবে পাঠ্যসূচী-বহির্ভূত কার্যক্রমে যুক্ত করবেন

20241206_Huddle Up!_Volleyball-7_TheHuddle.jpg

Huddle Up! Volleyball program at The Huddle.

স্কুল ছুটির পরে পাঠ্যক্রম-বহির্ভূত কর্মসূচীতে যুক্ত হওয়ার অনেক উপকারিতা রয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোররা নতুন কোনো কাজে দক্ষ হয়ে উঠতে পারে এবং নতুন বন্ধু তৈরি করতে পারে। অস্ট্রেলিয়ায় এসব কার্যক্রমে যুক্ত হবার অনেক সুযোগ রয়েছে, তবে সেগুলো অনেকের জন্যে ব্যয়বহুল হতে পারে। অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে আমরা কম খরচে অন্তর্ভুক্তিমূলক আফটার-স্কুল অ্যাকটিভিটিজ বা স্কুল-পরবর্তী কার্যক্রমে কীভাবে অংশ নেয়া যেতে পারে সে-সম্পর্কে জানতে পারব।


মূল বিষয়
  • স্কুল-পরবর্তী কার্যক্রমে অংশ নেয়ার মাধ্যমে শিশু-কিশোরদের বিভিন্ন দক্ষতার বিকাশ, সামাজিক সংযোগ এবং উন্নত মানসিক ও শারীরিক সুস্থতাসহ অনেক ধরণের উপকার হতে পারে।
  • গ্রন্থাগার, যুব ও কমিউনিটি সেন্টার, স্কুলের পরিচালিত বিভিন্ন প্রোগ্রাম এবং সরকারী ভাউচার সহ অনেকগুলি বিনামূল্যের এবং সাশ্রয়ী মূল্যের কার্যক্রম রয়েছে।
  • স্কুল-পরবর্তী কার্যক্রম নির্বাচন করার সময় আপনার সন্তানের আগ্রহ, ব্যক্তিত্ব এবং ক্ষমতা বিবেচনা করুন। নির্বাচন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করুন।
  • অন্তর্ভুক্তিমূলক প্রোগ্রামগুলি একাত্মতার অনুভূতি গড়ে তুলতে এবং আমাদের সমাজকে আরও ভারসাম্যপূর্ণ রাখতে সহায়তা করে।
ফুটবল, সাঁতার, ব্যালে, পিয়ানো, দাবা, চারু ও কারুশিল্প, সার্কাস, রান্না, বাস্কেটবল, রোবোটিক্স, টেনিস... স্কুল ছুটির পরে অংশ নেয়ার জন্যে এরকম অনেক কার্যক্রম রয়েছে অস্ট্রেলিয়ায়।

আমরা জানি যে শিশুদের এই কার্যক্রমগুলিতে অংশ নেয়ার উপকারিতা অনেক। এর মাধ্যমে তারা কোনো স্কিলে দক্ষতা অর্জন করতে পারে, এবং তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং সামাজিক দক্ষতাও উন্নত হতে পারে।

ভিক্টোরিয়া ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক রামন স্পাই বলেন,
আনন্দ লাভ ও বন্ধুত্ব তরুণদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বিশ্বাস করেন যে এই ক্রিয়াকলাপের সময় শিশুরা নিজেদের মধ্যে যে সম্পর্ক তৈরি করে তা অভিবাসীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
20240619_HUJ_Skateboarding-12_TheHuddle.jpg
Skateboarding program at The Huddle.
জাকারিয়া ফারাহ নর্থ মেলবোর্ন ফুটবল ক্লাবের কমিউনিটি শাখা দ্য হাডলের কমিউনিটি ডেভেলপমেন্টের প্রধান।

স্কুলের বাইরে সংযোগ স্থাপনে এই ক্রিয়াকলাপগুলি শিশুদের অনেক সহায়তা করে বলে জানান তিনি।

তাদের জন্যে সঠিক কার্যক্রম বেছে নেওয়ার সময় শিশুদের সাথে আলোচনা করার পরামর্শ দেন রামন স্পাই।

তবে এ সংক্রান্ত ব্যয় একটি বড় বাধা। অনেক পরিবারই আফটার-স্কুল অ্যাক্টিভিটিজের পেছনে বছরে অনেক অর্থ ব্যয় করে থাকে, তবে এর বিকল্প হিসাবে অনেক কার্যক্রম রয়েছে যেগুলো সাশ্রয়ী অথবা বিনামূল্যে পাওয়া যায়।

স্কুলগুলো এরকম অনেক প্রোগ্রামই পরিচালনা করে। আবার অনেক স্টেট সরকার খেলাধুলা এবং শিল্পচর্চার জন্য ভাউচার সরবরাহ করে থাকে।

আপনার স্থানীয় গ্রন্থাগারটিও শিল্পকলা, বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত ক্রিয়াকলাপের জন্য একটি দুর্দান্ত জায়গা।
এলিসা ডেনিস সাউথ ওয়েস্টার্ন সিডনির লিভারপুল সিটি কাউন্সিলের গ্রন্থাগার ও যাদুঘর সার্ভিসের পরিচালক।

এই গ্রন্থাগারগুলিতে দাবা এবং রোবোটিক্স ক্লাব, কারুশিল্প এবং রেট্রো গেমিংয়ের মতো স্কুল-পরবর্তী ক্রিয়াকলাপ বিনামূল্যে পাওয়া যায়।

বিনামূল্যে এবং স্বল্প ব্যয়ের কার্যক্রমের জন্য যুব ও কমিউনিটি সেন্টারগুলি কার্যকরী বিকল্প হতে পারে।

গুন্ডিটজামারা পুরুষ জ্যাকারি লভেট ইনার-সিটি মেলবোর্নে অবস্থিত রিচমন্ড ইয়ুথ হাবের টিম লিডার হিসেবে কাজ করছেন।

এই হাবটি বাস্কেটবল, সকার, রান্না এবং সার্কাসের মতো ক্রিয়াকলাপ পরিচালনা করে থাকে।

তিনি বলেন যে, অনেক রকমের ক্রীড়া সরঞ্জাম ব্যবহার করতে পারা এই হাবের বড় একটি আকর্ষণ, এবং তরুণরাও এই হাবকে নিজেদের আপন করে নিয়েছে।
দ্য হাডল নর্থ মেলবোর্ন এবং উইন্ডহ্যামে বিনামূল্যে খেলাধুলার বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করে। জাকারিয়া ফারাহ বলেন, এগুলো বিনামূল্যের হওয়াতে এদের অন্তর্ভুক্তিমূলক হওয়াটা নিশ্চিত করা যায়।

তিনি মনে করেন, সাংস্কৃতিক নিরাপত্তাও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
বেড়ে উঠবার সময় জাকারিয়া ফারাহ নিজেও এ ধরনের কর্মসূচি থেকে লাভবান হয়েছেন।

তিনি বলেন,
আনন্দ দেয়ার বাইরে এসব কর্মকাণ্ড ভবিষ্যতে নানা সুযোগ তৈরি করতে অবদান রাখতে পারে।

তিনি আরও বলেন যে এই প্রোগ্রামগুলি কেবল তরুণদের নয়, বরং সব বয়সীদেরই উপকৃত করতে পারে।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য ‘অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন’ পডকাস্ট অনুসরণ করুন।

আপনার কোনো প্রশ্ন বা নতুন কোনো বিষয় নিয়ে আমাদের পডকাস্টে শুনতে চাইলে 

-এ আমাদের ইমেল করুন।

Share