অস্ট্রেলিয়ান ন্যাশনাল ডোমেস্টিক ফ্যামিলি অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স কাউন্সেলিং সার্ভিস, যা 1800 রেসপেক্ট হেল্পলাইন নামে বেশি পরিচিত, তাদের মতে যৌন সহিংসতা কথাটি যে কোনও যৌন ক্রিয়াকলাপকে বর্ণনা করতে ব্যবহার করা যেতে পারে "যা কাউকে ভীত করে বা অস্বস্তিবোধ করায়"।
যৌন সহিংসতা বলতে বোঝানো হয় যৌন আক্রমণ, যৌন নির্যাতন, ধর্ষণ এবং যৌন হয়রানি। এখানে সহিংসতা শব্দটি দিয়ে যেমন শারীরিক আগ্রাসনকে বোঝায়, তেমনি এর পাশাপাশি মানসিক ক্ষতি বোঝাতেও ব্যবহৃত হয়। এবং এই ক্ষতি বাস্তব জীবনে বা অনলাইনের মতো ‘ভার্চুয়াল’ জগতেও হতে পারে।
অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরোর (এবিএস) প্রতিবেদনে জানা যায়, অস্ট্রেলিয়ায় প্রতি পাঁচজন নারীর মধ্যে অন্তত একজন ১৫ বছর বয়স হতেই যৌন সহিংসতার শিকার হয়েছেন।
সিনিয়র সার্জেন্ট মনিক কেলি ভিক্টোরিয়া পুলিশের একটি বিশেষজ্ঞ গোয়েন্দা দলের নেতৃত্ব দেন, যারা যৌন অপরাধের তদন্ত করে এবং যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের সাথে কাজ করে।
তিনি বলেন, যে কোনও অনাকাঙ্ক্ষিত অন্তরঙ্গ সম্পর্ককেই যৌন নিপীড়ন হিসেবে সংজ্ঞায়িত করা যায়।
On average, there are 85 sexual assaults reported every day in Australia. 90 per cent of victim-survivors do not report their rape to police. Source: Moment RF / Carol Yepes/Getty Images
যৌন সহিংসতা ও আইন
যৌন সহিংসতা একটি গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত হয়। সাম্প্রতিক বছরগুলিতে অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিচারব্যবস্থা তাদের আইনে পরিবর্তন এনেছে যার ফলে যৌন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আদালতে প্রমাণ করতে হয় যে তারা যৌন সম্পর্ক স্থাপনের আগে সম্মতি নিয়েছিল।
অনুসন্ধানী সাংবাদিক জেস হিল তিন পর্বের ডকুমেন্টারি সিরিজ 'আস্কিং ফর ইট'-এ যৌন সম্পর্কে সম্মতি নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, এসব ব্যাপারে প্রথম পদক্ষেপ হচ্ছে যৌন সম্পর্কের সময় প্রত্যেকে কোন বিষয়গুলোর ক্ষেত্রে ভাল বোধ করেন এবং কোন বিষয়গুলো এড়িয়ে চলতে চান, এগুলো আলোচনার মাধ্যমে জেনে নেয়া। এভাবে নিজের পছন্দ-অপছন্দ জানিয়ে দিয়ে আপনার অবস্থান পরিষ্কার করে দেয়া উচিত এবং আপনার সঙ্গীকেও জিজ্ঞাসা করা উচিত যে তারা এ ব্যাপারে কেমন অনুভব করছে। অন্তরঙ্গ ক্রিয়াকলাপের প্রতিটি পর্যায়ে কীভাবে 'হ্যাঁ' বা 'না' বলতে হয় তা জানা থাকা অর্থাৎ শিখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
যৌন সম্পর্ক স্থাপনে সম্মতি নিশ্চিত করার অর্থ হলো এই মিথস্ক্রিয়ার পুরো সময়কালে হওয়া সমস্ত যৌন ক্রিয়াকলাপের ক্ষেত্রে একটি উত্সাহী ও ইতিবাচক অনুমোদন রয়েছে তা নিশ্চিত করা।
বেশ কয়েকটি বিচারব্যবস্থায় যৌন ক্রিয়াকলাপ বৈধ হওয়ার জন্য সঙ্গীর সম্মতি রয়েছে বলে ধরে নেওয়া আর যথেষ্ট নয়; এই সম্মতি অবশ্যই সক্রিয়ভাবে এবং বারবার নিশ্চিত করতে হবে।
যৌন সম্পর্কের সম্মতি নিশ্চিত করার জন্যে আপাতদৃষ্টিতে কেউ যৌন ক্রিয়াকলাপে সম্মত হচ্ছে বলে মনে করার চেয়ে আরও কিছু ব্যাপারে নিশ্চিত হওয়া দাবি করে।
Credit: Flashpop/Getty Images
Couple in a difficult moment Credit: Mixmike/Getty Images
তিনি বলেন, এ বিষয়ক আইনটি যে-সব ক্ষেত্রে যৌন সম্পর্ক স্থাপনের সম্মতি গ্রহণযোগ্য হবে না সে-সব বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে রেখেছে।
তবে মি. ব্র্যাডলি আরও বলেন, বর্তমান আইনব্যবস্থা ধর্ষণের ক্ষেত্রে কীভাবে কাজ করে তাতে এখনও কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে সেই পরিস্থিতিগুলোয় যেখানে আপাতদৃষ্টিতে ভয় বা চাপের কারণে সম্মতি দেওয়া হয়।
যৌন সম্পর্ক স্থাপনে সম্মতি ও শিক্ষাব্যবস্থা
যৌন সম্পর্ক স্থাপনে সম্মতি চাওয়া, দেওয়া এবং তা প্রত্যাখ্যান করার এই বিষয়গুলি এই বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে অস্ট্রেলিয়ান জাতীয় পাঠ্যক্রমের একটি বাধ্যতামূলক অংশ হয়ে উঠেছে। তবে এটি শুরু হয়েছে অনেক সমালোচনার প্রতিক্রিয়া হিসাবে, যেখানে বলা হচ্ছিল যে যৌনতা এবং যৌন নির্যাতন প্রতিরোধের সমসাময়িক ধারণাগুলোর উপরে পাঠ্যক্রমে পর্যাপ্ত গুরুত্ব দেয়া নেই।
নতুন পাঠ্যক্রমের লক্ষ্য হচ্ছে বয়সোপযোগী পদ্ধতিতে সম্মতি এবং সম্মানজনক সম্পর্কের বিষয়ে শেখানো এবং জোর-জবরদস্তি ও ক্ষমতার ভারসাম্যহীনতা অন্তর্ভুক্ত করা। এটি পুরুষ এবং নারীদের সম্পর্কে বিভিন্ন স্টেরিওটাইপ বা গতানুগতিক ধারণা নিয়ে আলোচনা করেছে এবং এই দুই লিঙ্গের মানুষদের কাছ থেকে প্রত্যাশিত আচরণ সম্পর্কেও আলোকপাত করেছে।
MORE FROM THE SETTLEMENT GUIDE
How sexual health is taught in Australian schools and tips for parents to talk about sex with their kids
SBS English
11/10/202211:13
রিচি হার্ডকোর একজন শিক্ষাবিদ এবং সংস্কারকর্মী হিসেবে কাজ করছেন। তাঁর পারিবারিক ও যৌন সহিংসতা প্রতিরোধে অনেক বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড জুড়ে বিভিন্ন স্কুলে যৌন শিক্ষা এবং সেক্সুয়াল কনসেন্ট বিষয়ে কর্মসূচী পরিচালনা করেন।
তিনি মনে করেন যে আমাদের সংস্কৃতিতে একটি অসামঞ্জস্য রয়েছে। এখানে একদিকে ট্যাবু বা নিষেধাজ্ঞা ও লজ্জার কারণে যৌনতা সম্পর্কে খোলাখুলিভাবে কথা বলতে নিরুৎসাহিত করা হয়, অন্যদিকে বিজ্ঞাপনে নারীদেরকে যৌনতার প্রতীক হিসেবে দেখানো হয়। আবার এখন শিশুরাও অনলাইনে প্রায়শই সহিংস পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও দেখতে পারে।
SEX online Credit: JLGutierrez/Getty Images
Credit: Beatriz Vera / EyeEm/Getty Images
আপনার বা পরিচিত কারও সহায়তার প্রয়োজন হলে 1800 RESPECT, বা Lifeline-এর নম্বর 13 11 14 বা বিয়ন্ড ব্লু এর নম্বর 1800 22 46 36 এ যোগাযোগ করতে পারেন।
premieres 8:30pm Thursday 20 April on SBS and SBS On Demand. The three-part series continues weekly.
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।