মেলবোর্নে যেভাবে পালিত হচ্ছে দীপাবলি ও কালী পুজো উৎসব

Kali Puja Melbourne

গতবারের কালী পুজোর ছবি। মেলবোর্ন, ভিক্টোরিয়া। Credit: Dr Bikash Choudhury/ SPUVIC

দীপাবলি উৎসব পালনের রীতিনীতি ধর্ম ও দেশভেদে কিছুটা আলাদা হয়ে থাকে। বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের মানুষদের কাছে এর মূল অংশ হচ্ছে কালী পুজো।


আজ সোমবার ২৪ অক্টোবর ২০২২ এ পালিত হচ্ছে দীপাবলি উৎসব। বিভিন্ন ধর্মের প্রায় দশ লক্ষ মানুষ অস্ট্রেলিয়ায় এই উৎসবটি এ বছর পালন করছেন।

দীপাবলি-র অন্য নাম ‘আলোর উৎসব’। অশুভ ও অন্ধকারকে বিদায় দিয়ে আলোর আগমনকে উদযাপন করা হয় এই উৎসবে।

মেলবোর্নের একটি সংগঠন হচ্ছে ‘সার্বজনীন পূজা উৎসব অব ভিক্টোরিয়া বা সংক্ষেপে SPUVIC. এর সভাপতি ড. বিকাশ চৌধুরী বলেন, বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এই উৎসবটি কিছুটা ভিন্ন ভাবে পালন করেন। দীপ জ্বালানো এই উৎসবের অন্যতম একটি অংশ হলেও, মূলত এই সময়ে তাঁরা কালী পুজো করে থাকেন।
Kali Pujo 2 Melbourne
মেলবোর্নের 'সার্বজনীন পূজা উৎসব অব ভিক্টোরিয়া'-র আয়োজিত কালী পুজো। Credit: Dr Bikash Choudhury/ SPUVIC
মেলবোর্নের পশ্চিমাংশের শহরতলীর বাসিন্দা অভিজিৎ সাহা। তিনি জানালেন, এই দিনে তাঁরা পুজো অর্চনার মাধ্যমে দেবী কালীর আরাধনা করে থাকেন।

যেহেতু চন্দ্রতিথির সাথে সম্পর্কিত এই পূজা, তাই একেক বছর একেক দিনে এটি পালন করা হয়।

মেলবোর্নের অনেকগুলো সংগঠন কালী পুজোর আয়োজন করে থাকে।

অভিজিৎ সাহা বলেন, প্রতি বছরের মত এবারও নিজ গৃহে পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে তিনি দীপাবলি ও কালী পুজো পালন করবেন।

আর আসছে ২৯ অক্টোবর সংগঠনের পক্ষ থেকে মূর্তি প্রতিষ্ঠা করে এই পুজোর আয়োজন করবে ‘সার্বজনীন পূজা উৎসব অব ভিক্টোরিয়া’।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share