আবু শরীফ কামরুজ্জামান বলেন, মূলত কিশোর-তরুণদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই একটি পাঠাগার গড়ে তোলার উদ্যোগ নেন।
তিনি বলেন, 'আমি লক্ষ্য করেছি বাংলাদেশের ঘরে ঘরে মাদকের অপব্যবহার, সামাজিক মূল্যবোধের অভাবে ইভটিজিং, মোবাইল গেম, বেটিং বা জুয়াখেলা, টিকটিকসহ সামাজিক মাধ্যমের অপব্যবহার আশংকাজনক হরে বেড়ে গেছে, আমার উপজেলা নকলাও তার ব্যতিক্রম নয়।'
Abu Sharif Kamruzzaman took the initiative to build a library mainly to develop the habit of reading books among teenagers. Credit: Abu Sharif Kamruzzaman
তিনি বলেন, 'আমি ও আমার পরিবার যেহেতু নানা ধরণের সামাজিক কল্যানমুলক কাজে যুক্ত, তাই স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও তরুণদের কাছে থেকে একটি লাইব্রেরী নির্মাণের উদ্যোগের অনুরোধ পাই।'
'তারই প্রেক্ষিতে জেলা প্রশাসক, উপজেলার ইউএনও, স্থানীয় লোকজন ও দেশে-বিদেশে থাকা বন্ধুবান্ধব ও নকলার প্রবাসীদের সহযোগিতায় গড়ে তোলা হয় এই পাঠাগার।'
মি. কামরুজ্জামান বলেন, পাঠাগার প্রতিষ্ঠার পর মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাই। অনেকেই নানাভাবে সহায়তার জন্য এগিয়ে আসছেন।
তিনি বলেন, তাদের পরিকল্পনা এখন ই-লাইব্রেরী করা, লাইব্রেরীর কার্যক্রমকে ডিজিটালাইজেশন করা।
After the establishment the Nakla Library receives a huge response from the local people. Credit: Nakla Library/ Abu Sharif Kamrozzaman
পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: