বিশ্বের সর্বত্র এই সময় ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছেন রোজা। আর এই সময়ের সেহরি এবং ইফতারে কী মেনু থাকবে তা নিয়ে বাড়ির অনেককেই মাথা ঘামাতে হয়।
দিনভর উপবাসের পর খাবার স্বাস্থ্যকর হওয়ার সঙ্গে সঙ্গে মুখরোচক হওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়। ফলমূল থেকে ‘ঠান্ডাই’, ভাজাপোড়া থেকে হালিম, কাবাব, অনেক কিছুই যেখানে মেন্যুতে ঘুরে ফিরে আসে।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS