ইতিমধ্যেই কলকাতার অ্যালেন পার্কে, বড়দিনের উৎসবের সূচনা হয়েছে।
প্রতিদিন যেখানে হাজারো মানুষ ভিড় জমাচ্ছেন সুখাদ্যের সন্ধানে। কারণ, কলকাতায় এখনো রয়ে গেছেন কিছু আংলো ইন্ডিয়ান। যাদের অনেকেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা সিঙ্গাপুরে চলে এসেছেন।
তাঁদের কুজিনে অসাধারণ কিছু পদ আছে। দেশি ওয়াইন আছে। কলকাতার বিখ্যাত কেক -প্যাটিস আর এই শীতের খেজুরের গুড় বা নলেন গুড়ের অনুষঙ্গ নিয়ে এবার শুনুন আমাদের কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়ের পাঠানো একটি বিশেষ প্রতিবেদন।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।
আরও দেখুন
অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের বড়দিন উদযাপন