মার্কিন যুক্তরাষ্টের ক্যালিফোর্নিয়া ভিত্তিক দ্য ট্র্যাকস মিউজিক অ্যাওয়ার্ডস মাসিক সংগীত প্রতিযোগিতার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম। তাদের লক্ষ্য হ'ল সেরা গীতিকারদের নির্বাচন করা এবং সারা বিশ্ব থেকে সর্বাধিক প্রতিশ্রুতিবদ্ধ সংগীত নির্মাতাদের স্বীকৃতি দেওয়া।২০২০ সালের সেপ্টেম্বরের প্রতিযোগিতায় বাংলাদেশি-অস্ট্রেলিয়ান রেমন্ড সালোমন তার ‘বাবা’ (পিতা) নামে তাঁর সংগীত চলচ্চিত্রের গানটি নিয়ে সেমিফাইনালে উঠেছে।১৯৭৫ সালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নৃসংশ হত্যাকাণ্ডের পটভূমিতে অস্ট্রেলিয়ায় নির্মিত বাবা নামের এই গীতচিত্রটি।রেমন্ড সালোমন তার এই বাবা গীতি চিত্রটি এবং তার এই কর্মের আন্তর্জাতিক স্বীকৃতির অনুভূতি জানতে কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।রেমন্ড সালোমনের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।