ভারতের সাম্প্রতিক খবর, ৫ সেপ্টেম্বর, ২০২২

Narendra Modi and Seikh Hasina

Bangladesh Prime Minister Sheikh Hasina is currently visiting India (File Photo). Source: Getty / Getty Images

ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।


ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের গুরুত্বপূর্ণ এই সফরে তিস্তার জল বন্টনসহ বেশ কিছু দীর্ঘ প্রতীক্ষিত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিষয়টির সঙ্গে যার যোগ রয়েছে, সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে ভারতের জাতীয় রাজনীতিতে শাসক দল, বি জে পি বিরোধীদের কোনঠাসা করতে সি বি আই -ই ডি -র মতো তদন্তকারী সংস্থাগুলোকে কাজে লাগছে বলে অভিযোগ করেছে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস।

দূর্গাপুজোর বাকি এক মাসের চেয়ে কম সময়। স্বাভাবিকভাবেই কলকাতায় পাটুয়াপাড়ায় ব্যস্ততা এখন তুঙ্গে।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share