“প্রতিবার ইলেকশন মানেই গণতন্ত্রের জয়”: পুলক বোস

Indian election 2019

Selfies with ink marked fingers after casting their votes at a polling station in Jammu, the winter capital of Kashmir, India, 11 April 2019. Source: AAP

ভারতের লোকসভা নির্বাচন নিয়ে কী ভাবছেন অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়রা? মেলবোর্ন-নিবাসী সংস্কৃতি-কর্মী পুলক বোস কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন নিয়ে মেলবোর্নের সংস্কৃতি-কর্মী পুলক বোস বলেন,

“জনগণের নিরাপত্তার বিষয়টি একটি বড় ইস্যু।”

তার মতে, উন্নয়নই আসল লক্ষ্য হওয়া উচিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে তিনি বলেন,

“আগের বারও নরেন্দ্র মোদী কেন্দ্রীক ইলেকশন ছিল, এবারও আমরা সে-রকম দেখতে পাচ্ছি।”

ভারতীয় রাজনীতিতে সামরিক বাহিনীর অনাহুত হস্তক্ষেপ না হওয়ার বিষয়টিকে তিনি ভাল মনে করেন।

তার মতে,

“প্রতিবার ইলেকশন মানেই হচ্ছে গণতন্ত্রের জয়।”

Pulak Bose
Pulak Bose Source: Supplied


পুলক বোসের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .




Share