বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন নিয়ে মেলবোর্নের সংস্কৃতি-কর্মী পুলক বোস বলেন,
“জনগণের নিরাপত্তার বিষয়টি একটি বড় ইস্যু।”
তার মতে, উন্নয়নই আসল লক্ষ্য হওয়া উচিত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে তিনি বলেন,
“আগের বারও নরেন্দ্র মোদী কেন্দ্রীক ইলেকশন ছিল, এবারও আমরা সে-রকম দেখতে পাচ্ছি।”
ভারতীয় রাজনীতিতে সামরিক বাহিনীর অনাহুত হস্তক্ষেপ না হওয়ার বিষয়টিকে তিনি ভাল মনে করেন।
তার মতে,
“প্রতিবার ইলেকশন মানেই হচ্ছে গণতন্ত্রের জয়।”
Pulak Bose Source: Supplied
পুলক বোসের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।