বাংলাদেশের নারী ক্রিকেট আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে - জাভেদ ওমর বেলিন

Zaved Omar Belin ,  Manager Bangladesh Women cricket team

Zaved Omar Belin , Manager Bangladesh Women cricket team Source: SBS Bangla

অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট টীম। গত ২৬ ফেব্রুয়ারী বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরা নারী ক্রিকেট টীম কে সংবর্ধনা দেয় ক্যানবেরার একটি রেস্টুরেন্টে সেখানে উপস্থিত ছিল দলের কোচ ,ম্যানেজার ও খেলোয়াড়রা। টিমের পারফরমেন্স নিয়ে কথা হয় দলের ম্যানেজার জাভেদ ওমর বেলিনের সঙ্গে। তিনি নারী টীম এর পারফরমেন্স সহ নানান বিষয়ে নিয়ে কথা বলেন এস বি এস বাংলাকে। জাভেদ ওমর বেলিনের সাক্ষাৎকারটি শুনতে উপরের লিংকটিতে ক্লিক করুন।



Share