অস্ট্রেলিয়ায় কোভিড ১৯ এর সংক্রমণ কমতে থাকার মধ্যে আবার নতুন করে ভিক্টোরিয়া রাজ্যে সংক্রমণ দেখা দিয়েছে। এতে জনমনে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে । কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর সহায়তা নেয়া হয়েছে।কেন এই পরিস্থিতির উদ্ভব হলো। কেন কমতে থাকা পরিস্থিতি আবার নতুন করে ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছে এ নিয়ে এস বি এস বাংলার সাথে কথা বলেছেন ডক্টর আজিজ রহমান। তিনি Associate Professor of Public Health, Federation University Australia. এবং Advisory Member of Covid 19 Technical Team of Public Health Association of Australia.ডক্টর আজিজ রহমানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Dr.Aziz Rahman ,Public Health Specialist Source: Supplied