মনে হচ্ছে মেলবোর্নবাসীরা নতুন জীবন ফিরে পেয়েছে:মোশারফ হোসেন রেহান

Melbourne residents celebrate the first weekend of cafes, restaurants and pubs reopening to walk-in customers

General view of a welcome back sign outside of Myerin Melbourne, Further coronavirus restrictions have eased in metropolitan Melbourne last night. Source: AAP

দীর্ঘ লকডাউনের পর মেলবোর্নবাসীরা এই প্রথম উইকেন্ড নতুন কোভিড-১৯ সংক্রমণ ছাড়াই অতিবাহিত করলো। লকডাউন শিথিলের পর এই প্রথম কোনো সংক্রমণের খবর পাওয়া যায় নি এতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। কেমন কাটলো করোনাকালীন শিথিল করা বিধিনিষেধের প্রথম সপ্তাহ। এসবিএস বাংলার সাথে এ নিয়ে কথা বলেছেন ভিক্টোরিয়া বাংলাদেশ কমিউনিটি ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-১ মোশারফ হোসেন রেহান। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।


Mosharaf Hossain Rehan
Mosharaf Hossain Rehan, Senoir Vice President-1 VBCF Source: Mosharaf Hossain Rehan

Share