এ সপ্তাহের হাইলাইট
- ভারত এবং বাংলাদেশ ,দুই প্রতিবেশী দেশ ,পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে ঊন্নতি চাইছে তা দু দেশের কর্তাব্যাক্তিদের বক্তব্যে স্পষ্ট।
- অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করছেন ,সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বহু কর্মী ভারতে চলে এসেছেন।
- কলকাতায় আর জি কর হাসপাতালে কাজের মধ্যে মহিলা ডাক্তারের ধর্ষণ এবং খুন মামলায় যারা প্রতিবাদ জানিয়েছিলেন ,সেই শিল্পীদের ,রাজ্যের শাসকদল ,তৃণমূল কংগ্রেস কাজ করতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।