
Samiul Haque Source: Supplied
Published 15 July 2019 9:06pm
By Shahan Alam
Presented by Shahan Alam
Source: SBS
Share this with family and friends
মেলবোর্নের স্কুল ছাত্র সামিউল হক নিলয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের আউলিপিয়া সংগঠনের উদ্যোগে পরিচালিত 'সাইয়েন্স এন্ড টেকনোলজি ইন্টেলেকচুয়াল কম্পেটিশনে' অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সামিউলের স্কুলের অর্থায়নে এই কর্মসূচির অংশ হিসেবে তারা হার্ভার্ড ইউনিভার্সিটি, এম আই টি ক্যাম্পাস সহ আরো বেশ কিছু জায়গা সফর করেছে। এস বি এস বাংলাকে সামিউল জানাচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে তার অভিজ্ঞতার কথা। ওপরের লিঙ্কে ক্লিক করে সাক্ষাতকারটি শুনুন ।
Share