অস্ট্রেলিয়ান ভিসা: নতুন অর্থবছরে আনীত পরিবর্তনগুলো বাংলাদেশীদের ক্ষেত্রে কী রকম প্রভাব ফেলবে?

MEBOURNE, AUSTRALIA - JANUARY 15: A view of Immigration ministry and the department of Home Affairs in Melbourne, Australia on January 15, 2022.

MEBOURNE, AUSTRALIA - JANUARY 15: A view of Immigration ministry and the department of Home Affairs in Melbourne, Australia on January 15, 2022. Source: Recep Sakar/Anadolu Agency via Getty Images

এই নতুন অর্থ-বছরে, অর্থাৎ, ১ জুলাই থেকে, অস্ট্রেলিয়ান ভিসাগুলোতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশীদের ওপরে এসবের কী রকম প্রভাব পড়বে তা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনি-ভিত্তিক রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান।


রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান বলেন, এই অর্থ-বছরে অস্ট্রেলিয়ান ভিসাগুলোতে বড় ধরনের খুব বেশি পরিবর্তন আসে নি।

এসবিএস বাংলার সঙ্গে আলাপকালে তিনি ভিসা সাবক্লাস ৪৮২, সাবক্লাস ৪৮৫-সহ আরও কয়েকটি দিক নিয়ে কথা বলেন।

“ওয়ার্কিং ভিসা ৪৮২ সাবক্লাস, যেটা আগে ৪৫৭ সাবক্লাস ভিসা হিসেবে পরিচিত ছিল, এই ভিসাটিতে দু’টি অংশ ছিল। একটা হলো লং-টার্ম অকুপেশন লিস্ট এবং অপরটি হলো শর্ট-টার্ম লিস্ট।”

এক্ষেত্রে আনীত পরিবর্তনগুলোর বিভিন্ন দিক নিয়ে ব্যাখ্যা করেন তিনি।

কাউসার খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

বিশেষ দ্রষ্টব্য

এখানে যে তথ্য দেয়া হয়েছে তা অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে সাধারণ তথ্য এবং সুনির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরও প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান, তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন। 

আপনি কীভাবে একজন মাইগ্রেশন এজেন্ট খুঁজে পাবেন সেজন্য ভিজিট করুন: 

আরো তথ্যের জন্য ভিজিট করুন: অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স: 

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন । 

Share