রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান বলেন, এই অর্থ-বছরে অস্ট্রেলিয়ান ভিসাগুলোতে বড় ধরনের খুব বেশি পরিবর্তন আসে নি।
এসবিএস বাংলার সঙ্গে আলাপকালে তিনি ভিসা সাবক্লাস ৪৮২, সাবক্লাস ৪৮৫-সহ আরও কয়েকটি দিক নিয়ে কথা বলেন।
“ওয়ার্কিং ভিসা ৪৮২ সাবক্লাস, যেটা আগে ৪৫৭ সাবক্লাস ভিসা হিসেবে পরিচিত ছিল, এই ভিসাটিতে দু’টি অংশ ছিল। একটা হলো লং-টার্ম অকুপেশন লিস্ট এবং অপরটি হলো শর্ট-টার্ম লিস্ট।”
এক্ষেত্রে আনীত পরিবর্তনগুলোর বিভিন্ন দিক নিয়ে ব্যাখ্যা করেন তিনি।
কাউসার খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
বিশেষ দ্রষ্টব্য
এখানে যে তথ্য দেয়া হয়েছে তা অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে সাধারণ তথ্য এবং সুনির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরও প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান, তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন।
আপনি কীভাবে একজন মাইগ্রেশন এজেন্ট খুঁজে পাবেন সেজন্য ভিজিট করুন:
আরো তথ্যের জন্য ভিজিট করুন: অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স:
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:
READ MORE
এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা