অস্ট্রেলিয়া সরকার সম্প্রতি দশ-বছর মেয়াদী নতুন এক মাইগ্রেশন পলিসি ঘোষণা করেছে, যার মাধ্যমে আগামী দুই বছরে মোট অভিবাসন অর্ধেকে নামিয়ে আনা হবে। প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার সংখ্যা কমিয়ে, দক্ষ কর্মী বা স্কিল্ড ওয়ার্কারদের ভিসার সংখ্যা বাড়ানো হবে হবে জানিয়েছেন হোম অ্যাফেয়ার্স মিনিস্টার ক্লেয়ার ও’নিল।
বিরোধী দলীয় নেতা পিটার ডাটন এই সিদ্ধান্তকে সরকারের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্তের ফলে আবাসন সমস্যা আরও তীব্র হবে।
ড. ফয়সাল আহমেদের সাথে সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
বিশেষ দ্রষ্টব্য:
এই প্রতিবেদনের দেয়া তথ্যগুলি সাধারণ তথ্য এবং সুনির্দিষ্ট কোনো বিষয়ে দেয়া পরামর্শ নয়। আপনার ব্যক্তিগত পারিপার্শ্বিকতা বিবেচনায় সুনির্দিষ্ট তথ্যের জন্যে দেখুন সরকারী ওয়েবসাইট এবং যোগাযোগ করুন রেজিস্টার্ড এজেন্টদের সাথে।
রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে এসবিএস । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।