বুশফায়ার সঙ্কট নিয়ে সরকারের অবস্থানের সাফাই গাইলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন

PM defends government response to bushfire crisis

A home destroyed by bushfires outside Woodside in Adelaide. Source: AAP

বুশফায়ার সঙ্কট নিয়ে সরকারের অবস্থানের সাফাই গাইলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। আগুনের তীব্রতা বৃদ্ধির ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিষয়টি হয়তো বা ভূমিকা রাখছে, স্বীকার করেন মিস্টার মরিসন। তবে তিনি মনে করেন, কোল মাইনিং বন্ধ করা কিংবা কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে কঠোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করার বিষয়গুলো বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে কোনো প্রভাব রাখে না।


The Daily Telegraph এর একটি op-ed কলামে বুশফায়ার নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় ফেডারাল ও স্টেট লেভেলে ফায়ার ও ইমার্জেন্সি কর্তৃপক্ষের ভূয়ষী প্রশংসা করেন প্রধানমন্ত্রী  স্কট মরিসন।

অগ্নিকাণ্ডের পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরেন তিনি। যেমন, ভূমি ব্যবস্থাপনায় ব্যর্থতা এবং ঝুঁকি হ্রাসের নীতিমালা। ঋতু পরিবর্তনের পর এসব বিষয় নিয়ে তদন্ত করা হবে।

তিনি তার অনুপস্থিতির জন্য ক্ষমা চান। গত সপ্তাহে তিনি গোপনে সপরিবারে অস্ট্রেলিয়া ছেড়ে হাওয়াই যান অবকাশ উদযাপনের জন্য। তিনি বলেন, এ রকম বিপদজনক অগ্নিকাণ্ডের সময়ে অবকাশ উদযাপনের জন্য যাওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল না।

সকল পর্যায়ে জলবায়ু পরিবর্তনের জন্য সত্যিকারের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে স্বীকার করেন মিস্টার মরিসন।

কয়লা রপ্তানি বন্ধ এবং কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে যে-সব দাবি রয়েছে সেসবের বিরুদ্ধে বললেন মিস্টার মরিসন। তার মতে, বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে এসব ইস্যু কোনো অর্থবহ ভূমিকা রাখবে না তবে অস্ট্রেলিয়ানদেরকে কর্মহীন করবে।
Sunrise এর সঙ্গে আলাপকালে মিস্টার মরিসন বলেন,  জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে অস্ট্রেলিয়ান জনগণের প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ।

ফেডারাল বিরোধী দলীয় নেতা Anthony Albanese বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে কোনো কার্যকরি পদক্ষেপ নেয় নি সরকার। তারা এ বিষয়ে জনগণের উদ্বেগকে উপেক্ষা করছে।

এদিকে Sunrise কে সিনেটর Barnaby Joyce বলেন, জলবায়ু পরিবর্তিত হচ্ছে কোনো সন্দেহ নেই। তবে কেউ যদি মনে করে মাত্র একটি আইন দিয়ে সবকিছু পাল্টে দেওয়া যাবে, তাহলে তারা ভুল করবে।

অস্ট্রেলিয়ার বুশফায়ার ইমার্জেন্সির প্রতি নজর দিয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী Greta Thunberg.


১৬ বছর বয়সী এই তরুণী সম্প্রতি টাইম ম্যাগাজিনের Person of the Year for 2019 নির্বাচিত হয়েছেন। তিনি অস্ট্রেলিয়া সরকারের সমালোচনা করে টুইট করেছেন। Gospers Mountain এ বুশফায়ারের ভিডিও শেয়ার করে তিনি লিখেন এ ধরনের ভয়ানক আগুন রাজনৈতিক পরিবর্তন আনবে না।

জলবায়ু সঙ্কটের সঙ্গে এ রকম চরম আবহাওয়ার যোগসূত্র রয়েছে বলে তিনি লিখেছেন।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .




Share