অনুপম দেব মনে করেন প্রপার্টি মার্কেটের গতি বৃদ্ধি পাবে কিনা তা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভরশীল। তার মধ্যে সুদের হার কমে যাওয়া অন্যতম। তিনি বলেন, যখন ক্রেতা দেখবে সে কম দামে কিনতে পারছে তখন সে খরচ করতে চাইবে, আরও ঋণ গ্রহণ করতে উৎসাহিত হবে, এতে অর্থনীতি সচল হয়ে উঠবে; আর স্বাভাবিক ভাবেই প্রপার্টি মার্কেটে তার একটা প্রভাব পড়বে।
রিজার্ভ ব্যাঙ্কের সুদহার হ্রাস প্রপার্টি মার্কেটের জন্য ইতিবাচকঃ অনুপম দেব
Anupam Deb Source: Supplied
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক ক্যাশরেট সর্বনিম্ন ১.২৫% ধার্য করেছে; এতে কি প্রপার্টি মার্কেটের জন্য কোন শুভবার্তা আছে কিনা এই প্রসঙ্গে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ব্যাংকার অনুপম দেব।
Share