"পুরোনো বা নষ্ট হয়ে যাওয়া পণ্য মেরামত করে ব্যবহার শুধু বর্জ্যই কমাবে না, টেকসই সমাজ গঠনেও ভূমিকা রাখবে"

Repair cafe_mamun.png

In the shift from a repair-oriented culture to a disposable one, Dr. Mamun Ala explores the pivotal role of repairing as a key strategy for fostering sustainability. Credit: Mamun Ala

আগে এমন সময় ছিল যখন মানুষ পুরোনো হয়ে গেলেও জিনিসপত্র মেরামত করে ব্যবহার করত। কিন্তু এখন সে ধারণা পাল্টেছে, কোম্পানিগুলি এমন জিনিস তৈরি করে যা দীর্ঘস্থায়ী হয় না এবং নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হয়। ভোক্তারাও সবসময় নতুন জিনিস চান।


পুরোনো বা নষ্ট হয়ে যাওয়া পণ্য মেরামত করে ব্যবহার বিষয়ে এইচআরএম এবং ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র লেকচারার এবং ডিসিপ্লিন লিডার, ড. মামুন আলা গবেষণা করেছেন।

তিনি একটি টেকসই সমাজ গঠনে প্রধান কৌশল হিসাবে পুরোনো পণ্য মেরামতের ভূমিকা কি তা গবেষণার মাধ্যমে বোঝার চেষ্টা করছেন।

তার গবেষণার বিষয় হলো "এক্সপ্লোরিং দ্য মেন্ডার-মাইন্ডসেট অফ আ রিপেয়ারিস্ট এবং কমিউনিটি রিপেয়ার ইনিশিয়েটিভস"।

ড. মামুন আলা তার গবেষণা সম্পর্কে কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।

তাঁর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share