পুরোনো বা নষ্ট হয়ে যাওয়া পণ্য মেরামত করে ব্যবহার বিষয়ে এইচআরএম এবং ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র লেকচারার এবং ডিসিপ্লিন লিডার, ড. মামুন আলা গবেষণা করেছেন।
তিনি একটি টেকসই সমাজ গঠনে প্রধান কৌশল হিসাবে পুরোনো পণ্য মেরামতের ভূমিকা কি তা গবেষণার মাধ্যমে বোঝার চেষ্টা করছেন।
তার গবেষণার বিষয় হলো "এক্সপ্লোরিং দ্য মেন্ডার-মাইন্ডসেট অফ আ রিপেয়ারিস্ট এবং কমিউনিটি রিপেয়ার ইনিশিয়েটিভস"।
ড. মামুন আলা তার গবেষণা সম্পর্কে কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।
তাঁর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।