ঈদ-উল-আজহাকে সামনে রেখে ১২ আগস্ট ২০১৮ রবিবার ওয়েস্টার্ন সিডনির মাউন্ট ড্রুইটে অনুষ্ঠিত হলো ঈদ বাজার। আয়োজকদের মধ্যে রয়েছেন আলবিনা হক, ওমরানা ইয়াসমিন এবং রায়হান ফেরদৌস। মূলত বাংলাভাষীদের জন্য হলেও এই ঈদ বাজারে অন্যান্য সম্প্রদায়ের লোকজনও কেনাকাটা করতে আসেন।
ঈদের আগে ১৯ আগস্ট ২০১৮ রবিবার আবারো একই স্থানে এবং একই সময়ে অনুষ্ঠিত হবে এই ঈদ বাজার।

Source: Supplied

Source: Supplied

Source: Supplied
এসবিএস বাংলার সঙ্গে আয়োজক আলবিনা হকের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
READ MORE

সিডনির লাকেম্বায় ঈদ মেলা