করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। তবে এর ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। এ পর্যন্ত ১৫০টিরও বেশি সম্ভাব্য ভ্যাকসিন তৈরির কাজ চলছে। ভ্যাকসিন তৈরিতে প্রাথমিকভাবে সাফল্য পেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফায়জার এবং চীনের ক্যানসিনো বায়োলজিক্স কোম্পানিও তাদের গবেষণার ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছে। সম্প্রতি ভ্যাকসিন তৈরির দাবি করেছে রাশিয়া। অস্ট্রেলিয়ার কী অবস্থা? এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন , আবু সায়িদ মোহাম্মদ মাহমুদ, যিনি ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে পিএইচডি করেছেন ইনফেকসিয়াস ডিজিজ এর উপর , এছাড়াও তিনি সিনিয়র সায়েন্টিফিক অফিসার, জিনমিক রিসার্স ল্যাব, বিসিএসআইআর(সাইন্স ল্যাব বাংলাদেশ )। তিনি গবেষণা কাজে জড়িত রয়েছেন বায়োইনফরমেটিক্স, জিনমিক, ও এপিডেমিওলজিক্যাল ডাটা এনালাইসিস।আবু সায়িদ মোহাম্মদ মাহমুদ এর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।