ইন্টেনসিভ কেয়ার ট্রেনিং পরীক্ষাকে বলা এক হাজার ঘন্টার পরীক্ষা যার প্রস্তুতি নিতে ১২ থেকে ১৮ মাসের সুনিবিড় অধ্যবসায়ের প্রয়োজন হয়। বিশেষায়িত এই পরীক্ষায় সবাইকে চমকে দিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ডাক্তার রাকিব রাসুল।
Raqeeb and his mentor, Associate Professor David Austin, after his success in the Intensive Care First Part Examination. Source- Raqeeb Rasul
কুইন্সল্যান্ডের রকহ্যাম্পটন শহরে রাকিবের বেড়ে উঠা, এবং সেখানকার হাসপাতালেই বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রশিক্ষণ নিচ্ছেন। তার এই অর্জনে তার বাবা মা সহ সবাই আনন্দিত। ডাক্তার রাকিব বলেন, তার বেড়ে উঠায়, এবং সব অর্জনের পেছনে তার বাবা মায়ের অবদান রয়েছে।
Raqeeb and his family, living in Rockhampton for over 20 years। Source: Raqeeb Rasul
এসবিএস বাংলার মত কমিউনিটি মিডিয়া থাকার ফলে বাংলাদেশী সম্প্রদায় বিভিন্নভাবে লাভবান হচ্ছে মনে করেন ডাক্তার রাসুল। এর মাধ্যমে মানুষ তার সম্প্রদায়ের খবর জানতে পারছে, জানতে পারছে সম্প্রদায়ের মানুষের বিভিন্ন অর্জন ও সাফল্যের কথা যাতে সবাই উপকৃত হয় এবং অনুপ্রাণিত হয়।
পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: