করোনা সংকটে নিষেধাজ্ঞা ও লক ডাউন এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে আটক পড়েছেন অনেক অস্ট্রেলিয়ান

India lockdown

Source: Raj

করোনা সংকটে বিভিন্ন নিষেধাজ্ঞা ও লক ডাউন এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে আটক পড়েছেন অনেক অস্ট্রেলিয়ান ,এমনি একজন বাংলাদেশী অস্ট্রেলিয়ান ফরিদ আহমেদ লাভলু। চিকিৎসার জন্য কলকাতা গিয়ে আটক পড়েছেন। বিদেশের মাটিতে অসুস্থ অবস্থায় আটকে পড়েছেন ফরিদ আহমেদ লাভলু।কলকাতায় লকডাউনের কারণে অনেক সমস্যায় পড়তে হচ্ছে থাকে। এমনকি তার প্রয়োজনীয় ওষুধ ফুরিয়ে গেছে। এমনি এক মানবেতর কাহিনী ও তার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এস বি এস বাংলার সঙ্গে। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।


Farid Ahmed Lavlu
Farid Ahmed Lavlu Source: Supplied

Share