ইসলামিক ফাইন্যান্স এর চাহিদা বাড়ছে - ডক্টর আবু জালাল উদ্দিন

Islamic Finance sector has Compound annual growth rate of 6%.

Islamic Finance sector has Compound annual growth rate of 6%. Source: Reuters Islamic Finance Development Report 2018

Get the SBS Audio app

Other ways to listen


Published

By Abu Arefin
Presented by Abu Arefin
Source: SBS

Share this with family and friends


বর্তমানে অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইসলামিক ফাইন্যান্স এর চাহিদা বাড়ছে।সুদবিহীন বলা হয় এই লগ্নিকে।কিন্তু আসলে এই ফাইন্যান্স কি এবং এটা কিভাবে পরিচালনা হয়। হোম লোনের ক্ষেত্রে এটা কিভাবে কার্যকর হয়।ইসলামী ফাইন্যান্স এবং প্রচলিত ফাইন্যান্স এর মধ্যে পার্থক্য কী? এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ডক্টর আবু জালাল উদ্দিনকে তিনি ডিরেক্টর ,ইসলামিক ফাইনান্সিয়াল সার্ভিস কাউন্সিল অফ অস্ট্রেলিয়া ,,ফিন্যান্সিয়াল ইকোনোমিস্টস ,কলামিস্ট অস্ট্রেলেশিয়ান মুসলিম টাইমস এবং মেলবোর্নের আল - ওয়াসাত পত্রিকা। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। ডক্টর আবু জালাল উদ্দিনের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।


 Dr. Abu Jalal Uddin
Dr. Abu Jalal Uddin Source: Dr. Abu Jalal Uddin

Share