Mujahidul Islam Selim Source: CPB
৭৫ এ বঙ্গবন্ধুর মৃত্যুর পর প্রথম প্রতিবাদ মিছিল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার নেতৃত্ব দেন মুজাহিদুল ইসলাম সেলিম
Bongobondhu Shiekh Mujibur Rahman Source: Photo by Jack Garofalo/Paris Match via Getty Images
১৫ আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকের নির্মম গুলিতে স্বপরিবারের নিহত হন। আজ তার ৪৫তম মৃত্যু বার্ষিকী। এসবিএস বাংলা আমন্ত্রণ জানিয়েছিল সে সময়কার ডাকসুর ভিপি মুজাহিদুল ইসলাম সেলিমকে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর যে কয়টা প্রতিবাদ বা মিছিল হয়েছিল তার শুরুটা ছিল ডাকসু থেকে ,যার নেতৃত্বে ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম।সেই সময়কার ঘটনা প্রবাহের কিছু বর্ণনা তিনি তুলে ধরেছেন তার সাক্ষাৎকারে। মুজাহিদুল ইসলাম সেলিমেরে সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Share