আরও শুনুন
'স্যাটারডে আফটারনুন' সম্পর্কে ফারুকী - 'ছবিটি হোলি আর্টিজানের ঘটনা থেকে অনুপ্রাণিত, এর পুনর্নির্মাণ না'
SBS Bangla
17/08/202213:55
মানিকগঞ্জের দুর্গম এলাকায় মাজনুন মিজানের ছোটবেলা কেটেছে। কিশোর বয়সেই তাঁর অভিনেতা হবার প্রত্যয় ছিল। তবে পড়াশোনার পাশাপাশি পরিবারের কাজে সাহায্য করতে হতো বলে তাঁর সেই ইচ্ছেটি বাস্তবে রূপ দেবার কাজটি সহজ ছিল না।
মিজান জানান, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারী সহ বিশেষ দিনগুলোতে এক ধরণের সৌখিন মঞ্চ বানিয়ে বন্ধুদের সঙ্গে অভিনয় করতেন তিনি।
তাঁর ক্ষুদ্র ব্যবসায়ী বাবা ছিলেন সংস্কৃতিমনা এবং তাঁর অভিনয়ের প্রতি ঝোঁক ছিলো - এ প্রসঙ্গে মি. মিজান বলেন, "আমি বাবার সাথে একই মঞ্চে অভিনয় করেছি, আমার ধারণা আমার অভিনয়ে আসার ইচ্ছাটা আমার রক্তেই হয়তো আছে।"
মাজনুন মিজান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ঢাকা থিয়েটারে যোগ দেন।
Maznun Mizan joined the Dhaka Theater while a student at Jahangirnagar University. Credit: Maznun Mizan
তবে থিয়েটারই অভিনয় শিল্পী তৈরীর একমাত্র জায়গা নয় বলে মনে করেন তিনি।
মি. মিজান বলেন, "অনেকেই থিয়েটার না করেও ভালো অভিনয় করছেন, এই শিল্পে দাঁপিয়ে বেড়াচ্ছেন। তবে থিয়েটারে পদ্ধতিগতভাবে অভিনয় শেখা যায়, থিয়েটার চর্চ্চার জায়গা, ভালোবাসার জায়গা।"
Maznun Mizan believes, theatre not only turns you into an actor but also helps you become a better human being. Credit: Maznun Mizan
তাঁর অভিনীত ওয়েব সিরিজ 'আইজ্যাক লিটন' ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেয়েছে।
মাজনুন মিজানের সাথে পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
আরও শুনুন
'অন্যদিন' নিয়ে সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে কামার আহমাদ সাইমন - 'পানি বা নদীকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষের গল্প বললে সেটা অসম্পূর্ণ থেকে যাবে'
SBS Bangla
17/06/202211:11
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।