ভিক্টোরিয়ার সিটি কাউন্সিল নির্বাচনের প্রার্থী হাসান নাঈম বহুজাতিক সমাজের জন্য কাজ করতে চান

People wait for a tram on Bourke Street in Melbourne, Sunday, 6 September, 2020.

People wait for a tram on Bourke Street in Melbourne, Source: AAP

অস্ট্রেলিয়াতে বাঙালিদের পদচারণা খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বাংলাদেশী অস্ট্রেলিয়ানরা সমাজের বিভিন্ন পেশায় তাদের কৃতিত্ব রেখেছে।শুধু সামাজিক কর্মকান্ড নয় অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে ও অনুপ্রবেশ ঘটছে। ফেডারেল কিংবা স্টেট নির্বাচনে এই অংশগ্রহণ দেখা গেছে । তবে এবার ভিক্টোরি রাজ্যের আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে উল্লোখযোগ সংখ্যক বাংলাদেশী অস্ট্রেলিয়ান অংশগ্রহণ করছেন।আমরা কথা বলেছি অনেকের সাথে। এখন আমাদের সাথে রয়েছেন হাসান নাঈম একজন ফার্মাসিউটিকাল প্রোফেশনালিষ্ট ।দীর্ঘ দিন মেলবোর্ন প্রবাসী,বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত।হাসান নাঈমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Hasan Naim
Hasan Naim Source: Hasan Naim

Share