বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে যা জানা যাচ্ছে

Bangladesh Myanmar

Members of Myanmar Border Guard Police, in civilian clothing, sit under the shade of trees after abandoning their posts following an alleged attack by members of the Arakan Army as Bangladesh border guards stand guard in Ghumdhum, Bandarban, Bangladesh, on Monday, Feb. 5, 2024. Nearly a hundred members of Myanmar's Border Guard Police have fled their posts and taken shelter in Bangladesh during fighting between Myanmar security forces and an ethnic minority army, an official of Bangladesh's border agency said Monday. Source: AP / Shafiqur Rahman/AP/AAP

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ।


মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে টানা কয়েকদিন গোলাগুলির পর গত বুধবার ‘তুলনামূলক শান্ত’ পরিস্থিতি গেছে বলে জানিয়েছেন এপারের সীমান্তের বাসিন্দারা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে সোমবার এক নারীসহ দুজনের মৃত্যুর পর ওই সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই অবস্থায় মঙ্গলবার আতঙ্কিত মানুষজনকে নিরাপদে সরিয়ে নিতে আশ্রয়কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। লোকজনকে সরিয়ে নিতে এলাকায় মাইকিংও করা হয়।

এদিকে যুদ্ধে টিকতে না পেরে রোববার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে থাকেন মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনী বিজিপির সদস্যরা। বুধবারও নতুন করে ৬৪ জন অনুপ্রবেশ করে আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে বিজিবি। এ নিয়ে গত চারদিনে মোট ৩২৮ বিজিপি সদস্য অনুপ্রবেশ করেছে; যারা বিজিবির হেফাজতে রয়েছে।

এ বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছিলেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ।

পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share