২৬ অক্টোবর ২০২৪ শনিবার মেলবোর্নের ফিট্জরয় টাউনহলে মেলবোর্ন এনএসইউয়ার্স আয়োজন করেছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের জন্য পুনর্মিলনী অনুষ্ঠান ‘সিনেগালা - নোয়া & ব্লাঙ্ক’।
ষাটের দশকের সাদা-কালো সিনেমার থিমে সাজানো এই অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারের জন্য ছিল আনন্দে ভরা এক সন্ধ্যা।
অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ার আদিবাসী ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর অতিথিরা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে জনপ্রিয় বাংলা গান এবং পুরোনো দিনের পশ্চিমা মিউজিকাল পরিবেশনা ছিল।
উল্লেখযোগ্য পরিবেশনার মধ্যে ছিল একটি ফ্ল্যাশ মব নাচ, যেখানে ১৫ জনের একটি দল একসাথে পারফর্ম করেন। এছাড়াও ছিল প্রাক্তন ছাত্র ও সংগীতশিল্পী জন কবিরের গান।
অনুষ্ঠানে ছিল বাংলা এবং পশ্চিমা গানের দলীয় পরিবেশনা, যেখানে ছিলেন মেলবোর্নের স্থানীয় শিল্পী ও এনএসইউ অ্যালুমনিরা। সবার জন্য একটি বিশেষ ফটোবুথ ছিল যেখানে ষাটের দশকের পরিবেশ পুনর্নির্মাণ করা হয়েছিল। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য ছিল বাংলা-চাইনিজ নৈশভোজ।
মেলবোর্ন এনএসইউয়ার্স-এর প্রেসিডেন্ট মির্জা আসিফ হায়দার অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
তিনি জানান, সংগঠনটি ২০১৫ সাল থেকে মেলবোর্নে বসবাসরত নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে এবং প্রতিবছর এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কমিউনিটিতে সংহতি ও বন্ধন বজায় রাখার চেষ্টা করছে।
প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।