কোভিড-১৯ আপডেট: পুরো টিকা নেওয়া উপযুক্ত ভিসাধারীরা ১ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় আসতে পারবেন

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২২ নভেম্বর, ২০২১ এর আপডেট এটি।

Passengers on a Singapore Airlines flight arrive at Melbourne International Airport in Melbourne, Sunday, November 21, 2021.

Passengers on a Singapore Airlines flight arrive at Melbourne International Airport in Melbourne, Sunday, November 21, 2021. Source: AAP

১ ডিসেম্বর থেকে পুরোপুরিভাবে টিকা গ্রহণকারী উপযুক্ত ভিসাধারীরা অস্ট্রেলিয়ায় আসতে পারবেন। তাদেরকে কোনো একজেম্পশনের জন্য আবেদন করতে হবে না।

উপযুক্ত ভিসাধারীদের মধ্যে দক্ষ কর্মীরা, আন্তর্জাতিক শিক্ষার্থীরা ও অস্থায়ী ওয়ার্কিং হলিডে মেকারস, শরণার্থী ও হিউম্যানিটেরিয়ান ভিসাধারীরা এবং প্রভিশনাল ভিসাধারীরা। তাদেরকে পুরোপুরিভাবে কোভিড টিকা নেওয়া থাকতে হবে এবং তাদের ভ্যাকসিনেশন স্ট্যাটাসের প্রমাণ দাখিল করতে হবে। এছাড়া, তাদেরকে ভ্রমণ শুরু করার আগের তিন দিনের মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে ও তার নেগেটিভ রেজাল্ট দেখাতে হবে।

১ ডিসেম্বর থেকে জাপান এবং সাউথ কোরিয়া থেকে পুরোপুরিভাবে টিকা নেওয়া নাগরিকদেরকে ফিরে আসতে দিবে অস্ট্রেলিয়া। এক্ষেত্রে তাদের কোনো ট্রাভেল একজেম্পশনের দরকার হবে না।

কোভিড পরিসংখ্যান

  • ভিক্টোরিয়ায় ১০২৯টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে এবং তিন জন মারা গেছে।
  • নিউ সাউথ ওয়েলসে ১৮০টি কোভিড-১৯ কেস সনাক্ত হয়েছে এবং এক জন মারা গেছে।
  • নর্দার্ন টেরিটোরিতে স্থানীয়ভাবে সংক্রমিত দু’টি কেস সনাক্ত করা হয়েছে। ক্যাথেরিনে ২৪ নভেম্বর, বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত লকডাউন বর্ধিত করা হয়েছে।

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

 কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 22 November 2021 1:40pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends