- নিউ সাউথ ওয়েলসের চিফ হেলথ অফিসার ডঃ কেরি চ্যান্ট "ন্যাশনাল এমার্জেন্সি" বা "জাতীয় দুর্যোগ" ঘোষণা করেছেন।
- প্রিমিয়ার বেরেজিকলিয়ান দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম সিডনির জন্য ফাইজার কোভিড ১৯ ভ্যাকসিনের আরো সরবরাহের অনুরোধ করেছেন।
- ভিক্টোরিয়ার সনাক্ত সংখ্যা কমলেও প্রিমিয়ার এন্ড্রুজ লকডাউন উঠিয়ে দেয়ার বিষয়ে কোন পূর্বাভাস দিতে পারছেন না।
- ফাইজার কোভিড ১৯ ভ্যাকসিন ১২ থেকে ১৫ বছর বয়সী বাচ্চাদের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলস নতুন ১৩৬টি কেইস সনাক্ত করেছে, যার মধ্যে ৫৩টি সংক্রমণ কমিউনিটি থেকে হয়েছে, এছাড়া একজন গতরাতে মারা গেছেন।
কাম্বারল্যান্ড এবং ব্ল্যাকটাউন স্থানীয় সরকার এলাকার বাসিন্দারা কাজের জন্য এলাকা ছেড়ে যেতে পারবেন না, তবে স্বাস্থ্য এবং জরুরি সেবা কর্মী এবং বেলায় এ নিয়ম প্রযোজ্য নয়।
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়া নতুন ১৪টি কেইস রেকর্ড করেছে, যার চারটি কমিউনিটি থেকে সংক্রমিত। রাজ্যে বর্তমান সক্রিয় সংখ্যা ১৫৮টি।
রাজ্যটিতে বর্তমানে ১৯,০০০ ব্যক্তি যারা সনাক্তদের সংস্পর্শে এসেছেন তারা আইসোলেশনে আছেন।
বর্তমান এই লকডাউনটি আগামী মঙ্গলবার, ২৭ জুলাই রাত ১১:৫৯ মিঃ পর্যন্ত চলবে।
অস্ট্রেলিয়ার অন্যান্য স্থানে গত ২৪ ঘন্টায়
- সাউথ অস্ট্রেলিয়ায় মাত্র একটি নতুন কেইস সনাক্ত হয়েছে, স্বাস্থ্য কর্তৃপক্ষ ২৩,৫০০টি টেস্ট সম্পন্ন করেছে।
- কুইন্সল্যান্ডে কোয়ান্টাসের একজন ফ্লাইট এটেনডেন্ট টেস্টে পজেটিভ হয়েছেন, তিনি রাজ্যে ছয়টি রিজিওনাল ফ্লাইটে কাজ করেছেন।
- চল্লিশের নিচে সকল প্রাপ্তবয়স্কদের সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত ফাইজারের কোভিড ১৯ টিকা পেতে অপেক্ষা করতে হবে, যদিও অস্ট্রেলিয়ার মেডিকেল রেগুলেটর টিজিএ ১২ থেকে ১৫ বছর বয়সী বাচ্চাদের ফাইজার টিকা দেয়ার অনুমতি দিয়েছে।
ঈদ-উল-আজহা (কুরবানীর ঈদ) শেষ হচ্ছে শুক্রবার, ২৩ জুলাই। ঈদের নামাজ এবং উৎসব পালনের সময়ে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখুন। এজন্য সকলকে অনুরোধ করা হয়েছে:
- ঘরে ঈদের নামাজ আদায় করুন
- বড় জমায়েত বাতিল করুন
- ফেস মাস্ক পরিধান করুন
- আপনার নিজস্ব জায়নামাজ ব্যবহার করুন
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস and
- ভিক্টোরিয়া , and
- এসিটি and
- নর্দার্ন টেরিটোরি and
- কুইন্সল্যান্ড and
- সাউথ অস্ট্রেলিয়া and
- ট্যাসমানিয়া and
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া and
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য এর সর্বশেষ আপডেট দেখুন।
- ৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন:
- আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: , , , , , , .
- আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
আরও দেখুন: