কোভিড ১৯ আপডেটঃ রিজিওনাল নিউ সাউথ ওয়েলসের কিছু কিছু স্থানে প্রথমবারের মত লকডাউন

অস্ট্রেলিয়ার করোনাভাইরাস পরিস্থিতির ২১ জুলাই, ২০২১-এর আপডেট এটি।

NSW Premier Gladys Berejiklian arrives at a press conference to provide a COVID-19 update in Sydney, Wednesday, July 21, 2021.

NSW Premier Gladys Berejiklian arrives at a press conference to provide a COVID-19 update in Sydney, Wednesday, July 21, 2021. Source: AAP Image/Mick Tsikas

  • নিউ সাউথ ওয়েলস প্রথমবারের মত রিজিওনাল এলাকা অরেঞ্জ, ক্যাবন এবং ব্ল্যায়নিতে লকডাউন জারি করেছে।
  • ভিক্টোরিয়া ২২টি নতুন কোভিড ১৯ কেইস রেকর্ড করেছে, এর সবগুলোই চলতি প্রাদুর্ভাবের সাথে সংশ্লিষ্ট।
  • নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ায় রেকর্ড সংখ্যায় লোক টেস্ট করাচ্ছেন।   
  • সাউথ অস্ট্রেলিয়ায় আজ একটি নতুন কেইস সনাক্ত, এতে চলতি ক্লাস্টারের সাথে সংশ্লিষ্ট ৬ জন সনাক্ত হয়েছে। 

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলস নতুন আরো ১১০টি কোভিড ১৯ কেইস রেকর্ড করেছে, যাদের ৪৩ জন কমিউনিটি থেকে সংক্রমিত। আজ থেকে কোন কর্মীকে যদি নিয়োগদাতা কাজে যোগ দিতে বাধ্য করে তবে তাদেরকে ১০,০০০ ডলার স্পটেই জরিমানা করা হবে।   

প্রথমবারের মত রিজিওনাল এলাকা অরেঞ্জ, ক্যাবন এবং ব্ল্যায়নিতে লোকজনকে বাড়িতে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে, অথবা যারা শনিবার, ১৭ জুলাই বা তার আগে সেখানে গিয়েছে তাদের বেলায়ও একই নির্দেশ। ঐসব এলাকায় টেস্টিং ক্লিনিকগুলো খোলা রয়েছে। 

একটি তালিকা কিংবা মানচিত্রে এই সম্পর্কে দেখুন।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া নতুন স্থানীয় ২২টি করোনাভাইরাস কেইস রেকর্ড করেছে, যার সবগুলোই চলতি প্রাদুর্ভাবের সাথে সংশ্লিষ্ট। বর্তমানে সেখানে সক্রিয় সংখ্যা ১১৮টি।   

ভিক্টোরিয়ার বাসিন্দাদের মধ্যে যারা নিউ সাউথ ওয়েলস এবং এসিটিতে আছেন তারা এখন বাড়ি ফেরার অনুমতি পাবেন না, বর্তমানে সেখানে রেড জোন পারমিটের ক্ষেত্রে দুসপ্তাহের স্থগিতাদেশ দেয়া হয়েছে।   

একটি তালিকা কিংবা মানচিত্রে সম্পর্কে দেখুন। 

বর্তমান এই লকডাউনটি আগামী মঙ্গলবার, ২৭ জুলাই রাত ১১:৫৯ মিঃ পর্যন্ত চলবে।

অস্ট্রেলিয়ায় গত ২৪ ঘন্টায়

  • সাউথ অস্ট্রেলিয়ায় বর্তমানে ৮২টি টেস্টিং সাইট এবং বা সম্ভাব্য সংক্রমণ স্থান চিহ্নিত করা হয়েছে।  
  • আগামীকাল থেকে যারা সাউথ অস্ট্রেলিয়ায় রয়েছেন তাদের কুইন্সল্যান্ডে ঢোকার অনুমতি দেয়া হবে না, যদি না তারা সেখানকার ফিরতি বাসিন্দা না হন।   
  • ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াও ১৪ দিনের কোয়ারেন্টিন বাস্তবায়ন করতে চলেছে সাউথ অস্ট্রেলিয়ার ভ্রমণকারীদের জন্য।  

ঈদ-উল-আজহা (কুরবানীর ঈদ) শেষ হচ্ছে শুক্রবার, ২৩ জুলাই। ঈদের নামাজ এবং উৎসব পালনের সময়ে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখুন। এজন্য সকলকে অনুরোধ করা হয়েছে:

  • ঘরে ঈদের নামাজ আদায় করুন
  • বড় জমায়েত বাতিল করুন
  • ফেস মাস্ক পরিধান করুন
  • আপনার নিজস্ব জায়নামাজ ব্যবহার করুন

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।


কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।



নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:

 

 



Share
Published 21 July 2021 2:55pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends