"পবিত্র ঈদুল আজহার মূল আহ্বানই হলো আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ করা": ডঃ রফিকুল ইসলাম

Sacrificial animals are put on sale at a local cattle market ahead of the Muslim festival of Eid al-Adha in Karachi, Pakistan, 22 July 2020.

Source: AAP Image/EPA/SHAHZAIB AKBER

আর কয়েকদিন পরই পালিত হবে পবিত্র ঈদ উল আজহা, এটি ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি, বাংলায় অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় 'ত্যাগের উৎসব'‎।


তাদের ওয়েবসাইটে ঘোষণা করেছে পবিত্র ঈদ উল আজহা পালিত হবে মঙ্গলবার, ২০ জুলাই, অন্যদিকে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ঘোষণা করেছে বুধবার, ২১ জুলাই।

তবে উৎসবটি যেদিনই পালিত হোক না কেন এর তাৎপর্য নিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে কোন দ্বিমত নেই।

পবিত্র ঈদ উল আজহার তাৎপর্য নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন চার্লস স্টার্ট ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর এবং গোল্ডেন ওয়াটেল মসজিদের ইমাম ডঃ রফিকুল ইসলাম।
Dr Rafiqul Islam
Dr Rafiqul Islam Source: Dr Rafiqul Islam
ডঃ রফিকুল ইসলামের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।

আরো দেখুন:

Share