গত ৫ নভেম্বরে সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জন ক্ল্যান্সি মিলনায়তনে জন্মভূমি টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি এক জমজমাট অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে 'মাকসুদ ও ঢাকা'।
A section of audience is seen at the 'Maqsood O Dhaka' music performance in Sydney. Credit: Jonmobhumi Television
সিডনি সফর শেষে গত রোববার ১৩ নভেম্বর মেলবোর্নের উইলিয়ামসটাউন টাউন হলে অনুষ্ঠিত হয় 'মাকসুদ ও' ঢাকার' পরিবেশনায় আরেকটি একটি মনোরম সঙ্গীত সন্ধ্যা।
সাদিক ইফতির উপস্থাপনায় ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের ওই অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৭টায়।
'Maqsood and Dhaka' music performance in Melbourne. Credit: Anoar Ahmed
'মাকসুদ ও ঢাকা'র টিমে কণ্ঠশিল্পী মাকসুদুল হক ছাড়াও ছিলেন মীর একরামুল হক শাকিল, সেকান্দার আহমেদ খোকা, এ,কে ,এম ফজলুল হক মন্টু, এবং মোহাম্মদ গোলাম রাব্বি সোহাগ।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার