মূল দিকগুলো
- অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জের আমন্ত্রণে বাপ্পা মজুমদার তাদের ব্যান্ড 'দলছুট' নিয়ে এডিলেইড, মেলবোর্ন, ব্রিসবেন এবং সিডনী সফর করছেন
- বাপ্পা মজুমদারের পিতা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ বারীণ মজুমদার বাংলাদেশের একমাত্র সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ ছিলেন
- 'ভালো কন্টেন্টের' জন্য সকলের পৃষ্ঠপোষকতা কামনা
অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জের আমন্ত্রণে এই ট্যুরে বাপ্পা মজুমদার তাদের ব্যান্ড 'দলছুট' নিয়ে এডিলেইড, মেলবোর্ন, ব্রিসবেন এবং সিডনী সফর করছেন।
বাপ্পা মজুমদার 'দলছুট' ব্যান্ড শুরু করেন নব্বই দশকের শুরুতে, এ সময় সাথে পেয়েছিলেন প্রয়াত সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরীকে। তাদের প্রথম এলবাম ছিল 'আহ'।
সঞ্জীব চৌধুরী প্রসঙ্গে তিনি বলেন, 'তাঁর অনুপস্থিতির জায়গাটা কখনোই পূরণ হবে না, সঞ্জীবদাকে আমরা সবসময়েই মিস করবো।'
Bangla music band 'Dalchhut' started its journey in early 90s. Credit: ABCx
'দলছুট নানা ধরণের গান করে, আমরা মূলত একটি গানের দল। তবে দলছুট সবসময় ভালো কথার গান গাইবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য', বলেন তিনি।
বাপ্পা মজুমদারের পিতা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ বারীণ মজুমদার বাংলাদেশের একমাত্র সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ ছিলেন। এছাড়া তাঁর পরিবারের সকলেই শিল্প ও সঙ্গীতের বিভিন্ন অঙ্গনের সাথে যুক্ত।
ওস্তাদ বারীণ মজুমদার ভারতের লখনৌতে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা শেষ করে সঙ্গীত চর্চ্চায় অবদান রাখার প্রত্যয় নিয়ে বাংলাদেশে ফিরে আসেন।
তবে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত শিল্পীর শিক্ষাগুরু এই বরেণ্য শিল্পীকে একসময় সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে নিগৃহীত হতে হয়েছে; তাকে উচ্ছেদ করা হয়েছিল তাঁরই প্রতিষ্ঠিত সঙ্গীত মহাবিদ্যালয়ের দখল নিতে।
Bangla music band is performing in Melbourne. Credit: ABCx
পেশাদার সঙ্গীতে তিন দশক পূর্ণ করা বাপ্পা মজুমদার তাঁর অর্জনকে কীভাবে মূল্যায়ন করেন? এর জবাবে তিনি বলেন, 'আমি শ্রোতাদের কী দিয়েছি জানিনা, কিন্তু তাদের কাছ থেকে পেয়েছি অনেক, এই ক্ষুদ্র জীবনে যে সম্মান পেয়েছি তার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।'
'দলছুট' ব্যান্ডের সদস্য সোহেল আজিজ, ওয়াহিদুর রহমান মাসুম, জন সার্টন মুন্সী, শেখ ইমরান আহমেদ এবং শাহান কবন্ধ ছাড়াও অস্ট্রেলিয়া ট্যুরে বাপ্পা মজুমদারের সাথে সফর করছেন অভিনয়শিল্পী ও উপস্থাপিকা স্ত্রী তানিয়া হোসাইন এবং মেয়ে পিয়েতা।
বাপ্পা মজুমদারের পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: