মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল ফেরদৌস ঐশী

গত ৩০ সেপ্টেম্বর রবিবার ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ প্রতিযোগিতা। বসুন্ধরা সিটির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের রাজদর্শন হলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে ১০ জন প্রতিযোগী। আর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ নির্বাচিত হন জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রতিযোগিতাটির আয়োজক ছিল অন্তর শোবিজ।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। দ্বিতীয় হয়েছেন নিশাত মাওয়া সালওয়া এবং তৃতীয় হয়েছেন নাজিবা বুশরা।

এবারের প্রতিযোগিতায় মূল বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি এবং ব্যারিস্টার ফারাবি।

চূড়ান্ত পর্বে আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং আনিসুল ইসলাম হিরু। এরা তিন জন তিন বিজয়ীর নাম ঘোষণা করেন।

এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১০ জন প্রতিযোগী ছিল। ফাইনালে প্রথম স্থান অধিকারী ঐশী চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশ্যে ৭ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন।

Follow SBS Bangla on .

Share
Published 1 October 2018 1:01pm
Updated 1 April 2021 6:04pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends