চলচ্চিত্রে আসাটা তার হুট করে নয়। বরং ছোটবেলা থেকেই মডেলিং এবং অভিনয়ে ব্যাপক আগ্রহ সাদিয়ার। পরিবার থেকেও পেয়েছেন উৎসাহ। তারই ধারাবাহিকতায় গত বছর অংশ নিয়েই প্রথম রানার আপ নির্বাচিত হন 'মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড ২০১৭' প্রতিযোগিতায়।
বাংলাদেশের সৈয়দপুরের মেয়ে সাদিয়া শিক্ষা ভিসায় অস্ট্রেলিয়া আসেন ২০১৩ সালে। বর্তমানে নাচের শিক্ষক হিসেবে কর্মরত আছেন ক্যানবেরা বলিউড ড্যান্স স্কুলে। যদিও পড়াশোনা করেছেন তথ্য প্রযুক্তি নিয়ে।

'Pareshaan Parinda' movie poster. Source: Supplied

Sadia Nabila. Source: Supplied