বলিউড দিয়েই চলচ্চিত্রে অভিষেক বাংলাদেশি অভিনেত্রী সাদিয়ার

Sadia Nabila

Sadia Nabila with Bollywood actor John Abraham. Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen


Published

Updated

By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS


Share this with family and friends


ত্রিভূজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত বলিউডের ছবি 'পারেশান পারিন্দা'। যাতে মূল চরিত্রে অভিনয় করেছেন ক্যানবেরা প্রবাসী বাংলাদেশি সাদিয়া নাবিলা। গত ২৮ মার্চ ভারতের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাদিয়ার প্রথম ছবি 'পারেশান পারিন্দা'। "আমার কাছে এটা স্বপ্নের মত," বলেছেন সাদিয়া। "হিন্দি শিখতে আমাকে বেশ কয়েকটি ওয়ার্কশপ করতে হয়েছে। ছবিটি নিয়ে সবাই ভালো ফিডব্যাক দিচ্ছে।" এসবিএস বাংলার সাথে পারেশান পারিন্দা ছবির অভিজ্ঞতা এবং ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন সাদিয়া নাবিলা। (অডিওসহ)


চলচ্চিত্রে আসাটা তার হুট করে নয়। বরং ছোটবেলা থেকেই মডেলিং এবং অভিনয়ে ব্যাপক আগ্রহ সাদিয়ার। পরিবার থেকেও পেয়েছেন উৎসাহ। তারই ধারাবাহিকতায় গত বছর অংশ নিয়েই প্রথম রানার আপ নির্বাচিত হন 'মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড ২০১৭' প্রতিযোগিতায়।
Bollywood
'Pareshaan Parinda' movie poster. Source: Supplied
বাংলাদেশের সৈয়দপুরের মেয়ে সাদিয়া শিক্ষা ভিসায় অস্ট্রেলিয়া আসেন ২০১৩ সালে। বর্তমানে নাচের শিক্ষক হিসেবে কর্মরত আছেন ক্যানবেরা বলিউড ড্যান্স স্কুলে। যদিও পড়াশোনা করেছেন তথ্য প্রযুক্তি নিয়ে।
Bollywood
Sadia Nabila. Source: Supplied

Share