রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক "আচলায়তন" অবলম্বনে নির্মিত 'তৃতীয় ভূবন' চলচ্চিত্রটিতে মূলত প্রবাসী ভারত ও বাংলাদেশের বাঙালিদের জীবনযাত্রা, সংস্কৃতি ও তাদের অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে।
এই তথ্যচিত্রে দুই বাংলার সংস্কৃতির মেলবন্ধন, কমিউনিটির নতুন প্রজন্মের সংযোগ, এবং বাংলা ভাষার চর্চার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। বিশ্বজিৎ মিত্রের মতে, এই চলচ্চিত্র তৈরির মূল অনুপ্রেরণা ছিল প্রবাসে থাকা বাঙালিদের আত্মপরিচয় ও তাদের জীবনযাপনের গল্প তুলে ধরা।

Co-director of the film 'Beyond Boundaries' Biswajit Mitra has been living in Australia for the past four decades. Credit: Art-Im Productions
সাংস্কৃতিক পরিচয়, সম্প্রদায়ের বন্ধন, এমনকি ভাষার প্রতি অনুরাগের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। নতুন প্রজন্ম অনেক ক্ষেত্রেই মূলধারার সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নিতে চায়, তবে তারা নিজেদের শেকড়ও খুঁজে বেড়ায়।
আরও শুনুন

তথ্যচিত্র ‘তৃতীয় ভুবনের’ মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্য তুলে ধরতে চান নির্মাতাগণ
SBS Bangla
26/02/202520:28
কলকাতার বাসিন্দা অধ্যাপক শঙ্খজিৎ বিশ্বাস এবং মেলবোর্নের বাসিন্দা বিশ্বজিৎ মিত্র একে অপর থেকে অনেক দূরে থাকলেও তাদের পারস্পরিক সহযোগিতা চলচ্চিত্রের গল্প বলার ধরনকে আরও সমৃদ্ধ করেছে।

This documentary 'Betond Boundaries' covers the conversation of Bangla speaking diaspora in Australia. Credit: Art-Im Productions
এই চলচ্চিত্র সম্পর্কে সাধারণ দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছেন নির্মাতারা।

Co-director of 'Beyond Boundaries' Professor Shankhajit Biswas, a film teacher from Kolkata, India. Credit: Art-Im Productions
ভবিষ্যতে তারা আরও নতুন প্রকল্পে কাজ করার পরিকল্পনা করছেন, যেখানে প্রবাসী জীবনের আরও গভীর দিকগুলো তুলে ধরা হবে।
সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়