সাংবাদিক আলী হাবিব আর নেই

Ali Habib 2.jpg

এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধি ও বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক আলী হাবিব গত ১৮ মার্চ, ২০২৫, মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেড় যুগেরও বেশি সময় ধরে এসবিএস বাংলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। Credit: Ali Habib via Facebook

এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধি, বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠের সহকারী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার আলী হাবিব আর নেই। ১৮ মার্চ, ২০২৫, মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেড় যুগেরও বেশি সময় ধরে এসবিএস বাংলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আলী হাবিবের প্রয়াণ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির লেখক, সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত।


সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share