অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত

IMLD program at Oakleigh Hall, Melbourne.

IMLD program at Oakleigh Hall, Melbourne. Credit: SBS Bangla

২১ শে ফেব্রুয়ারি—শুধু একটি তারিখ নয়, এটি ভাষার প্রতি ভালোবাসা, আত্মত্যাগ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বাঙালি তরুণরা জীবন দিয়েছিলেন। এই দিনটি এখন শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।


এই বিশেষ দিনে ভাষার বৈচিত্র্য, শান্তি এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা প্রথমে ইউনেস্কো এবং পরে জাতিসংঘ দ্বারা ঘোষিত হয়েছিল, সারা বিশ্বের মানুষের জন্য, বিশেষ করে বাংলাদেশি সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহতদের স্মরণের দিন, যারা তাদের মাতৃভাষা বাংলার অধিকার অর্জনের জন্য জীবন উৎসর্গ করেছিলেন।

মেলবোর্ন

পূরবী কালচারাল ফাউন্ডেশন মেলবোর্নের ওকলেই হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি এবং একুশে র‌্যালির মাধ্যমে ভাষা আন্দোলনের আত্মত্যাগীদের শ্রদ্ধা জানানো হয়। স্থানীয় ফেডারেল এমপি ড. মিশেল আনন্দ-রাজা ভাষাগত বৈচিত্র্য ও বহুসংস্কৃতিবাদের গুরুত্ব তুলে ধরেন।

পূরবী কালচারাল একাডেমির শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা পরিবেশন করে। বাংংলাদেশি স্ট্রিট ফুডের স্টল এবং কবিতায়ন ও সুরলোকের শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
IMLD program at Bengalia Language and Cultural School.
Credit: Bengalia Language and Cultural School
গত ২৩ ফেব্রুয়ারি মেলবোর্নের বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলের আয়োজনে ওয়েস্টাল প্রাইমারি স্কুলে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রভাতফেরি, গান, কবিতা, নৃত্য, নাটিকা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা ভাষা আন্দোলনে আত্মত্যাগীদের স্মরণ ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রায় ১৫০ জন অনুষ্ঠানে অংশ নেন।

মেলবোর্ন বাংলা স্কুল ও মেলবোর্ন বাংলাদেশি কম্যূনিটি ফাউন্ডেশনের উদ্যোগে ‘জাতীয় শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন

গত রবিবার ২৩শে ফেব্রুয়ারী, ২০২৫ অস্ট্রেলিয়ার মেলবোর্নে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে মেলবোর্ন বাংলা স্কুল ও মেলবোর্ন বাংলাদেশি কম্যূনিটি ফাউন্ডেশনের উদ্যোগে ‘জাতীয় শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন করা হয়।

শুরুতেই অতিথিবৃন্দ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, ও অভিভাবকদের নিয়ে অমর একুশে উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন স্কুলের শিক্ষক জোবাইদা আলী, মিতা পারভীন এবং নাসিমা খান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহবুবুর মোল্লা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে স্কুলের শিক্ষার্থী সুমাইয়া হক। এরপর ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের মাগফিরাতের জন্যে দোয়া করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলবোর্ন বাংলা স্কুলের অধ্যক্ষ ও মেলবোর্ন বাংলাদেশি কম্যূনিটি ফাউন্ডেসনের সভাপতি জনাব ড. মোল্লা মোঃ রাশিদুল হক। তিনি স্কুলের শিক্ষার্থী ও অনুষ্ঠানে আগত অতিথিদের সামনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি, ভাষা রক্ষায় এর প্রয়োজনীয়তা, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে এর ভূমিকা, ইত্যাদির উপর আলোকপাত করেন ও পরবর্তী প্রজন্মের জন্যে ভাষা শিক্ষার উপর গুরুত্ত আরোপ করেন।
481502342_507279825418021_3803335196023028391_n.jpg
Melbourne Bangla School and the Melbourne Bangladeshi Community Foundation celebrated ‘National Martyrs’ Day’ and ‘International Mother Language Day’. Credit: Molla Haque
অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্যে এরপর অমর একুশের উপর এক প্রামান্য চিত্র দেখানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার উইলস অঞ্চলের ফেডারেল এমপি পিটার খলিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভিক্টোরিয়া রাজ্যের ব্রডমেডোজ অঞ্চলের স্টেট এমপি ক্যাথলীন ম্যাথিউজ-ওয়ার্ড। এছাড়া আরো বক্তব্য রাখেন স্থানীয় মেরি-ব্যাক সিটি কাউন্সিলের সন্মানিত কাউন্সিলর স্যু বোল্টন এবং লেবার পার্টির নেতা হাসান গুল।

অতিথিরা বাংলা ভাষার ইতিহাস জানতে পেরে বাংলাভাষীদের ভাষার জন্যে জীবন ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরন করেন। তারা তাদের ছোটবেলায় ইংরেজীর পাশাপাশি আরবী, ইটালিয়ান ইত্যাদি ভাষা শিক্ষার কথা স্মরন করেন।

স্থানীয় পাঠাগারে বাংলা বই সরবরাহ ছাড়াও ভবিষ্যতে বাংলা ভাষা শিক্ষা ও বাংলাদেশী কম্যূনিটির সবধরনের সাহায্যে এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন।

এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরন করেন ফেডারেল এমপি পিটার খলিল এবং স্টেট এমপি ক্যাথলীন ম্যাথিউজ-ওয়ার্ড। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছোটদের মধ্যে প্রথম হয় আয়েশা, দ্বিতীয় হয় তাহির, ও তৃতীয় হয় জাইন। মধ্যম বয়সীদের মধ্যে প্রথম হয় জাফিরা, দ্বিতীয় হয় মাশরুর ও তৃতীয় হয় আলীনা এবং নালিহা। এবং বড়দের মধ্যে প্রথম হয় টিয়ানা।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মিলিত জাতীয় সঙ্গীত ও অমর একুশের গান গেয়ে শোনায় মেলবোর্ন বাংলা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথি বৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন ছড়া ও কবিতা আবৃত্তি করে ও গান গেয়ে শোনায় মেলবোর্ন বাংলা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক বৃন্দ।

সিডনি

এছাড়াও অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সিডনিতে ২৩ ফেব্রুয়ারি অ্যাশফিল্ড পার্কে আয়োজিত হয় অমর একুশে বইমেলা ২০২৫। এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন একুশে একাডেমি অস্ট্রেলিয়া

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share

Recommended for you