অস্ট্রেলিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত

IMLD program at Oakleigh Hall, Melbourne.

IMLD program at Oakleigh Hall, Melbourne. Credit: SBS Bangla

২১ শে ফেব্রুয়ারি—শুধু একটি তারিখ নয়, এটি আমাদের ভাষার প্রতি ভালোবাসা, আত্মত্যাগ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বাঙালি তরুণরা জীবন দিয়েছিলেন। এই দিনটি এখন শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এই বিশেষ দিনে ভাষার বৈচিত্র্য, শান্তি এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা প্রথমে ইউনেস্কো এবং পরে জাতিসংঘ দ্বারা ঘোষিত হয়েছিল, সারা বিশ্বের মানুষের জন্য, বিশেষ করে বাংলাদেশি সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণের দিন, যারা তাদের মাতৃভাষা বাংলা কথা বলার অধিকারের জন্য জীবন উৎসর্গ করেছিলেন।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই বিশেষ দিনে, অস্ট্রেলিয়ার মেলবোর্নে ওকলেই হল-এ পূরবী কালচারাল ফাউন্ডেশন-এর আয়োজনে উদযাপিত হয় দিনটি। নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে আয়োজিত হলো এক ব্যতিক্রমী অনুষ্ঠান, যেখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ একত্রিত হয়ে মাতৃভাষার গুরুত্ব এবং বহুভাষিক সংস্কৃতির সংযোগ উদযাপন করেছেন।

সন্ধ্যাটি শুরু হয় একটি গম্ভীর কিন্তু প্রাণবন্ত একুশে র‌্যালি দিয়ে, যা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আয়োজিত হয়েছিল। এটি ছিল ভাষাগত পরিচয় রক্ষার জন্য আত্মত্যাগের একটি শক্তিশালী স্মারক।
IMLD 2025
Credit: SBS Bangla
র‌্যালির পর মঞ্চে একের পর এক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পূরবী কালচারাল একাডেমির শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, লোকনৃত্য এবং কবিতা আবৃত্তির মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করেছিলেন। পরিবেশনাগুলো ছিল ঐতিহ্য এবং সৃজনশীলতার এক সুন্দর মিশ্রণ, যা বাংলা সংস্কৃতির সারমর্ম ধারণ করেছিল।

এই অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন স্থানীয় ফেডারেল এমপি ড. মিশেল আনন্দ-রাজা। তিনি ভাষাগত বৈচিত্র্য এবং বহুসংস্কৃতিবাদে সম্প্রদায়কে শক্তিশালী করার ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।

ড. আনন্দ-রাজা তার বক্তৃতায় বলেছিলেন, এই ধরনের অনুষ্ঠানগুলি কীভাবে অস্ট্রেলিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং বোঝাপড়া বাড়াতে সাহায্য করে। তিনি সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত রাখার জন্য আয়োজকদের প্রচেষ্টার প্রশংসা করেন।
ড. আনন্দ-রাজা ভাষার গুরুত্ব ও দ্বিতীয় ভাষা শিক্ষা সম্পর্কে তার বক্তব্যে আলোকপাত করেন এবং তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন।

পূরবী কালচারাল ফাউন্ডেশন-এর সেক্রেটারি মুনির চৌধুরী এই অনুষ্ঠান আয়োজনের অনুপ্রেরণা সম্পর্কে বলেন, দেশ ও ভাষার প্রতি মমত্ববোধ এবং প্রবাসে দেশের সংস্কৃতি ধারণের অনুপ্রেরণা থেকে এই আয়োজন করা হয়েছে।

এছাড়াও মুনির চৌধুরী অনুষ্ঠানে আগত অতিথি এবং কালচারাল ডাইভারসিটি বিষয়ে সর্বস্তরের মানুষদের অংশগ্রহণের কথা জানান।

ড. আনন্দ-রাজা তার ভাষণে ভাষার এই সংস্কৃতিকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান এবং শিশুদের আগ্রহ অনুসারে অংশগ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন।
IMLD Food Stall
Credit: SBS Bangla
সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই তো খাবার! সন্ধ্যাটি সাজানো হয়েছিল বাংলাদেশি স্ট্রিট ফুডের স্টল দিয়ে। সিঙ্গারা থেকে বিরিয়ানি – বাংলাদেশের স্বাদগুলো এই উদযাপনে একটি অতিরিক্ত মাত্রা যোগ করেছিল। অংশগ্রহণকারীরা এই সুস্বাদু খাবারগুলো উপভোগ করার পাশাপাশি বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে আড্ডা দিয়েছিলেন।

সন্ধ্যা শেষ হওয়ার সাথে সাথে অনুষ্ঠানটির অন্যতম সহযোগী কবিতায়ন ও সুরলোকের শিল্পীদের মন্ত্রমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছিল, যা সকলকে গর্ব এবং নস্টালজিয়ায় পূর্ণ করেছিল। এই অনুষ্ঠানটি কেবল ভাষা এবং সংস্কৃতির উদযাপনই ছিল না, বরং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি সম্প্রদায়ের সহিষ্ণুতা এবং ঐক্যের একটি প্রমাণও ছিল।
IMG_6390.jpeg
Credit: IMLD Tribute, SBS Bangla
অতিথিদের বক্তব্য শেষে ভাবগম্ভীরভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অনুষ্ঠানে আগত সর্বস্তরের মানুষ।
IMLD program at Bengalia Language and Cultural School.
Credit: Bengalia Language and Cultural School
বরাবরের মতো এবছরও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়। গত ২৩ ফেব্রুয়ারি মেলবোর্নস্থ বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে এগারোটায় ওয়েস্টাল প্রাইমারি স্কুলের হলরুম থেকে এক প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রভাতফেরির উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি মো: মিজানুর রহমান। প্রভাতফেরি শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের বাবা-মায়ের আঞ্চলিক ভাষা এবং উপভাষার উপর বিভিন্ন উপস্থাপনায় অংশ নেয়।

এছাড়াও অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সিডনিতে ২৩ ফেব্রুয়ারি অ্যাশফিল্ড পার্কে আয়োজিত হয় অমর একুশে বইমেলা ২০২৫। এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন একুশে একাডেমি অস্ট্রেলিয়া।

এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং
পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান।
আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share