বাংলাদেশে কোথায় এবং কিভাবে প্রবাসী বাংলাদেশিরা খুব সহজে বিনিয়োগ করতে পারবেন তা যদি সুস্পষ্ট না করা যায় এবং সেই সঙ্গে বিনিয়োগের অর্থ লাভসহ নির্বিঘ্নে ফিরিয়ে আনার নিশ্চয়তা যদি না দেওয়া যায়, তাহলে কোনো প্রবাসী দেশে বিনিয়োগ করবেন না।

Niranjan Roy, an expatriate anti-money laundering specialist and banker based in Canada. Credit: Niranjan Roy
আরও শুনুন

বাংলাদেশ থেকে বৈধভাবে বিদেশে টাকা পাঠানোর পদ্ধতি কী?
SBS Bangla
05:01
পোর্টফোলিও ইনভেস্টমেন্টের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগ করা যেতে পারে। প্রবাসীদের জন্য সেভাবে পোর্টফোলিও গঠন করে বিনিয়োগের আহ্বান জানাতে না পারলে কি তা খুব একটা কার্যকর হবে? বাংলাদেশের শেয়ার মার্কেট যে অবস্থানে আছে সেখানে প্রবাসীরা বিনিয়োগ করতে কি আদৌ স্বাচ্ছন্দ্য বোধ করবেন? তাঁদের বিনিয়োগ কি নিরাপদ হবে?
এসব বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন, কানাডা প্রবাসী অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার নিরঞ্জন রায়।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়